• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম জমে ক্ষীর! নৈহাটির বড়মার দরবারেও জুটিতে হাজির কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই ভাইরাল ছবি

Updated on:

Kanchan Mullick and Sreemoyee Chattoraj visit Naihati Boro Maa together

চলতি সপ্তাহেই কালীপুজো (Kali Puja) এবং দীপাবলির আনন্দে মেতে উঠেছিল গোটা দেশ। টলিতারকারাও ব্যতিক্রম নন। এই বছর যেমন নৈহাটির বড়মার দরবারে উপস্থিত হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) একাধিক সেলেব। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)

বিধায়ক-অভিনেতা কাঞ্চনের বাড়িতে প্রত্যেক বছর বেশ ধুমধাম কালীপুজো আয়োজিত হয়। কয়েক বছর ধরে সেই পুজোয় চোখে পড়ে অভিনেতার চর্চিত প্রেমিকা শ্রীময়ীর উপস্থিতি। ২০২১ সালে কাঞ্চন এবং তাঁর স্ত্রী পিঙ্কির বৈবাহিক জীবনে সমস্যার কথা সামনে আসে। তখন অভিনেতার স্ত্রী নিজেই ‘পরকীয়া’র অভিযোগ এনেছিলেন স্বামীর ওপর।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj

গত বছরও কাঞ্চনের বাড়ির পুজোর একাধিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রীময়ী। পুজোর জোগাড় থেকে শুরু করে অতিথি আপ্যায়ন- সব কাজে দেখা গিয়েছিল তাঁকে। এই বছরও অন্যথা হিওল না। লাল পাড় সাদা শাড়ি পরে মায়ের সামনে বসে ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিচ্ছেদ জল্পনায় জল, বিগ বসের ঘরেই গর্ভবতী সুশান্তের প্রাক্তন! খবর ফাঁস হতেই চোখ কপালে সকলের

Kanchan Mullick and Sreemoyee Chattoraj, Kanchan Mullick and Sreemoyee Chattoraj Chaturthi

আরও পড়ুনঃ নাতির মোহে অন্ধ, দীপাকে তাড়িয়ে সূর্য-মিশকার বিয়ে দেবে লাবণ্য! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

এরপর ফের একসঙ্গে নৈহাটির বড়মার (Naihati Boro Maa) দর্শন করতে এলেন কাঞ্চন-শ্রীময়ী। এবার একসঙ্গে কোনও ছবি শেয়ার না করলেও পারিপার্শ্বিক ঝলক দেখে নেটিজেনরা বুঝে যান তাঁরা আদতে একসঙ্গেই ছিলেন। সম্প্রতি বড়মার সঙ্গে একটি ছবি শেয়ার করেন কাঞ্চন। এছাড়া উদ্যোক্তা এবং মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও ছবি দেন তিনি।

শ্রীময়ী পোস্টে আবার দেখা যায়, তাঁর সঙ্গে ছিল পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, কাঞ্চনের মতো শ্রীময়ীও মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ছবি পোস্ট করেন। দু’টি ছবিতেই পার্থ ভৌমিকের পোশাকের রঙ এবং ব্যাকগ্রাউন্ড এক। ব্যস, দুইয়ে দুইয়ে চার করে নেন নেটিজেনরা।

প্রসঙ্গত, আইনত এখনও বিবাহবিচ্ছেদ হয়নি কাঞ্চনের। অভিনেতার ডিভোর্সের মামলা এখনও আদালতে বিচারাধীন। কাঞ্চন এবং পিঙ্কির এক ছেলেও আছে। আপাতত সে অভিনেতার স্ত্রীয়ের কাছেই থাকে। কয়েকদিন আগে কাঞ্চন অভিযোগ করেছিলেন, ছেলের সঙ্গে তাঁকে দেখা করতে দেন না পিঙ্কি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥