• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাতির মোহে অন্ধ, দীপাকে তাড়িয়ে সূর্য-মিশকার বিয়ে দেবে লাবণ্য! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Labanya decides to separate Surjya Deepa

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি দেখে এখন রীতিমতো রাগে ফুঁসছে দর্শকরা। সিরিয়ালের (Bengali Serial) বর্তমান প্লট একেবারেই পছন্দ হচ্ছে না তাঁদের। মিশকাকে নিয়ে লাবণ্য-সূর্যর মাতামাতি মোটেই সহ্য করতে পারছেন না তারা। এসবের মাঝেই লাবণ্য এমন একটি সিদ্ধান্ত নিল যা দেখার পর আরও চটে গেল দর্শকরা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকা (Mishka) এবং তার ছেলেকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছে সূর্য (Surjya) আর লাবণ্য (Labanya)। এরপর থেকে এক মুহূর্ত সূর্য-দীপাকে একা ছাড়েনি সে। পাশাপাশি সোনা-রূপাকেও সবার সামনে খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই নিজের সন্তানকে আলমারিতে লুকিয়ে রেখে রূপার নামে সেই বদনাম দিয়েছে সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka traps Rupa

আজকের পর্বে দেখতে পাবেন, সেনগুপ্ত বাড়িতে এসেছে মিশকার বাবা। সে সবাইকে হুমকি দিয়ে বলে, এই বাড়িতে হয় দীপা (Deepa) থাকবে, আর নাহয় তার মেয়ে আর নাতি থাকবে। দু’জনে একসঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। মিশকাকে যদি সেনগুপ্ত বাড়িতে রাখতে হয় তাহলে সূর্য-দীপার ডিভোর্স করাতে হবে।

আরও পড়ুনঃ ফুলকি শিমুলের দাপটে ছিটকে গেল দীপা, কোথায় জগদ্ধাত্রী? লেটেস্ট TRP লিস্ট দেখে মাথাই নষ্ট দর্শকদের

এখানেই থামেনি মিশকার বাবা। সবার সামনে ছোট্ট রূপাকে ‘ক্রিমিনাল’ তকমা দেন তিনি। মেয়েকে এত বড় বদনাম দেওয়া হচ্ছে দেখে তীব্র প্রতিবাদ করে দীপা। সে বলে, তার মেয়ে ছোট হলেও এমন অপরাধ কখনওই করবে না। তবে মিশকার বাবা সেসব কথা শুনতে নারাজ। তিনি নিজের দাবি লাবণ্যকে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

আরও পড়ুনঃ আর সহ্য নয় ‘অমানুষ’ পরাগকে শায়েস্তা করতে ব্ল্যাকমেল করবে শিমুল! ফাঁস ধামাকা পর্বের আগাম ঝলক

Anurager Chhowa Surjya Deepa and Mishka's father

মিশকার বাবার কথায় দোটানায় পড়ে যায় লাবণ্য। দীপা এবং নাতি কাউকেই ছাড়তে মন চাইছে না তার। শেষমেষ লাবণ্য প্রবীরকে বলে, মিশকা যদি সূর্যর ছেলেকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাচ্চাটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সবার মঙ্গলের জন্য সূর্য আর দীপাকে কয়েকদিনের জন্য আলাদা থাকতে হবে।

স্ত্রীয়ের মুখে একথা শুনে ভীষণ রেগে যায় প্রবীর। ছেলে-বৌমার সংসার এভাবে ভেঙে যাচ্ছে দেখে ক্ষোভে ফেটে পড়ে সূর্যর বাবা। তাহলে কি নাতির মোহে অন্ধ হয়ে শেষমেষ নিজে হাতে সূর্য-দীপার সাজানো সংসার ভেঙে দেবে লাবণ্য?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥