• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সে ভীমরতি! ‘রাসলীলা’য় মত্ত কাঞ্চন-শ্রীময়ী, ভিডিও ফাঁস হতেই কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Rash Leela together

কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সম্পর্কটা এখন টলিপাড়ার ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। মুখে তাঁরা একে অপরকে স্রেফ ভালো বন্ধু বললেও নেটিজেনরা সেকথা মানতে নারাজ। তাঁদের ছবি, ভিডিও-ও কিন্তু অন্য কথা বলে। এখন তো পুজো থেকে শুরু করে পার্টি- সর্বত্র একসঙ্গে দেখা যায় দু’জনকে। মাঝেমধ্যে আবার রঙমিলান্তি পোশাক পরে হাজির হন দু’জনে।

দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও একসঙ্গে দেখা গিয়েছিল কাঞ্চন-শ্রীময়ীকে। এবার রাসপূর্ণিমাতেও (Rash Purnima) এর ব্যতিক্রম হল না। রাস পূর্ণিমার দিন সকল নিয়ম মেনে একসঙ্গে পুজো করেছেন টলিপাড়ার এই চর্চিত তারকাজুটি। সেই সঙ্গেই আবার তাঁদের জমিয়ে নাচতেও দেখা যায়।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Rash Purnima together

অভিনয়ের পাশাপাশি কাঞ্চন এখন রাজনীতির সঙ্গেও যুক্ত। কাজের চাপে সর্বদাই বেজায় ব্যস্ত থাকেন তিনি। তার মাঝে একটু সময় ফাঁকা পেলেই পুজো আচ্চায় মনোনিবেশ করেন কাঞ্চন। তিনি যে ধার্মিক মানুষ তা কমবেশি সকলেই জানেন। অভিনেতার বাড়িতে একাধিক উৎসব পালিত হয়। রাস পূর্ণিমাও বাদ যায় না।

আরও পড়ুনঃ একাধিক প্রেমিকা থেকে লিভইন! বিয়ের আগে এই ৫ সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চ্যাটার্জী

এই বছর রাস পূর্ণিমার দিন ‘ভালো বন্ধু’র বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন শ্রীময়ী। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি পার দেওয়া হলুদ রঙের শাড়ি। সোনার গয়না, অল্প মেক আপে বেশ ভালো লাগছিল তাঁকে। অপরদিকে কাঞ্চন পড়েছিলেন সাদা রঙের পাঞ্জাবি। কাঞ্চন-শ্রীময়ীর রাসপূর্ণিমার পুজোয় উপস্থিত ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, সোহম চক্রবর্তীর মতো তারকারা।

Kanchan Mullick and Sreemoyee Chattoraj celebrated Rash Purnima together

এদিনের পুজোর ফাঁকে নাচের পাশাপাশি পোজ দিয়ে ছবিও তোলেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের এই নাচ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকে শোভন বৈশাখী লাইট, টলিউডের শোভন বৈশাখী এই গোছের কমেন্ট করেছেন।

আরও পড়ুনঃ একাধিক প্রেমিকা থেকে লিভইন! বিয়ের আগে এই ৫ সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চ্যাটার্জী


কাঞ্চন-শ্রীময়ীর ভিডিও দেখে একজন ব্যক্তি লিখেছেন, ‘এ তো দেখছি শোভন বৈশাখী ২!’। দ্বিতীয়জনের আমার কমেন্ট, ‘ওরা তো এখন কলি যুগের রাধাকৃষ্ণ। ওরা ছাড়া কারা আর রাসলীলা দেখাবে!’ তৃতীয়জন আবার লেখেন, ‘বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। বউ বাচ্চাকে ছেড়ে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে ঘুরছে। লজ্জাও করে না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥