• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স শিলমোহর দিল হাইকোর্ট, খোরপোশ কত? শুনলে মাথা ঘুরে যাবে!

Published on:

কাঞ্চন মল্লিক,পিঙ্কি ব্যানার্জী,শ্রীময়ী চট্টরাজ,কাঞ্চন পিঙ্কি ডিভোর্স,কাঞ্চন মল্লিকের ডিভোর্স,Kanchan Mullick,Pinky Banerjee,Sreemoyee Chattaraj,Kanchan Mullick Divorce,Kanchan Pinky Divorce

বছর তিনেক আগেই কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর (Pinky Banerjee) মাঝে ঝামেলার সূত্রপাত হয়। দুজনে আলাদা থাকতে শুরু করেন। এরপর দীর্ঘদিন ঘরে চলেছে মামলা, টলিপাড়ায় চলেছে তুমুল চর্চা। অবশেষে বিচ্ছেদ হয়েছে কাঞ্চন পিঙ্কির (Kanchan-Pinky Divorce)। কিন্তু এই বিচ্ছেদের জন্য কতটাকা খোরপোষ দিতে হল কাঞ্চন মল্লিককে?

Kanchan Mullick Divorce : কাঞ্চন মল্লিক ও পিঙ্কি ব্যানার্জী ডিভোর্স

কাঞ্চন ও পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালে। অভিজয় ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা! এই নিয়ে প্রচুর জলঘোলা হয়। এমনকি সীনে সংগঠনকে বিবৃতি পর্যন্ত জারি করতে হয় যে দুজনেই ইন্ডাস্ট্রির অংশ, তবে তাদের ব্যক্তিগত জীবনে কেউ নাক গলাবে না!

Kanchan Mullick Pinky Banerjee with their son

কাঞ্চন-শ্রীময়ীর পরকীয়ার অভিযোগ

পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী। অন্যদিকে অভিনেতা কাঞ্চন জানান ৯ বছরের বৈবাহিক সম্পর্কে মাত্র ২০ দিনই নাকি একসাথে ছিলেন তাঁরা। বিয়ের পর পুত্র সন্তান ‘ওম’ হয়। কিন্তু তার সাথে দেখায় করতে দেন না পিঙ্কি। এই নিয়েও চলে মামলা।

 আরও পড়ুনঃ পিঙ্কি নয়, ছোটপর্দার এই অভিনেত্রীই ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, রইল ছবি সহ আসল পরিচয়

Kanchan Mullick and Sreemoyee Chattoraj attends Snehasish Chakraborty’s Jagaddhatri Puja

স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে কাঞ্চনের অভিযোগ

অবশেষে দীর্ঘ মামলা চলার পর ডিভোর্সের পক্ষেই রায় দিয়েছে আদালত। ১০ জানুয়ারি আইনত বিচ্ছেদ হয়েছে কাঞ্চন পিঙ্কির। তবে ছেলে ওমের কাস্টডি পেয়েছে পিঙ্কি। এছাড়াও ডিভোর্সের জন্য মোটা অঙ্কের খোরপোষ দিতে হযেছে তাকে। যেমনটা জানা যাচ্ছে ৬০ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি দুজনের কেউই।

আরও পড়ুনঃ পেটের দায়ে পার্লারে কাজ, শুনতে হয়েছিল লোকের কুকথা! সংগ্রাম করেই সফল কাঞ্চন মল্লিক

Kanchan Mullick, কাঞ্চন মল্লিক

অভিনেত্রী শ্রীময়ীও কাজে ব্যস্ত। চিনি, স্বয়ংসিদ্ধা থেকে শুরু করে কনস্টেবল মঞ্জু এর মত কাজ রয়েছে হাতে। তবে বিচ্ছেদের পরেই নেটিজেনদের মনে জেগেছে নতুন প্রশ্ন। কবে তৃতীয়বার বান্ধবীর সাথে বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন? এই প্রসঙ্গে অভিনেতার মত, ‘সবে মাত্র একমাস হয়েছে বিয়ে ভেঙেছে, এখনও ধাতস্ত হতে পারিনি। নিজের মত থাকি, ভাবনাচিন্তা সব এলোমেলো হয়ে গেছে। সব গুছিয়ে নিই, তারপর না হয় নতুন করে ভবিষ্যৎ নিয়ে ভাবব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥