• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউড তো নস্যি, বাহুবলীও ফেল! প্রভাসের ৫ বছরের রেকর্ড ভেঙে ৪০০ কোটি তুলল কমল হাসানের ‘বিক্রম’

বক্স অফিসে একেবারে ঝড় তুলেছে ‘বিক্রম’ (Vikram)। লোকেশ কনগরাজের এই ছবি নিয়ে দর্শক মহলে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। গত ৩ জুন মুক্তি পাওয়ার পর থেকেই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। রহস্য এবং অ্যাকশন ধর্মী এই ছবি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এক মাসের বেশি সময় ধরে দর্শক মনে রাজ করছে কমল হাসান(Kamal Haasan) অভিনীত এই ছবি। সেই সঙ্গেই বক্স অফিসে একের পর এক পুরনো রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড।

এমনিতেই এখন সাউথের ছবির একেবারে রমরমা বাজার। ‘পুষ্পা’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ বক্স অফিসে রাজত্ব করেছে। দক্ষিণী সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ও কিন্তু কম যাচ্ছে না। মুম্বইয়ের সংবাদ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সুপারস্টার প্রভাস অভিনীত ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী ২’এর পাঁচ বছর পুরনো রেকর্ড ‘বিক্রম’ ভেঙে দিয়েছে।

   

Vikram breaks Bahubali 2's record

শুধু এটুকুই নয়, কমলের ছবি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে, যা কিনা তামিল ছবির ইতিহাসে এই প্রথমবার হল। জানা যাচ্ছে, ছবির ব্যবসার অঙ্ক ২০০ কোটির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই সেই গণ্ডি টপকে ফেলবে ছবিটি। আর যদি সারা পৃথিবীে ব্যবসার নিরিখে বলা হয়, তাহলে সেই অঙ্কটা এখন দাঁড়িয়েছে ৪১০ কোটির ওপর।

Kamal Haasan's Vikram breaks Bahubali 2's record

‘বিক্রম’ ছবিতে অবশ্য শুধুমাত্র কমল হাসানই নন। দক্ষিণী ইন্ডাস্ট্রির আরও তিন সুপারস্টার রয়েছেন। শ্রুতি হাসানের পিতার সঙ্গেই এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিল এবং সুরিয়া। সুরিয়া অবশ্য ছবিতে ক্যামিও রোলে আছেন।

Vikram movie poster

১৯৮৬ সালে কমল হাসান অভিনীত ‘বিক্রম’ ছবির স্পিরিচ্যুয়াল সিক্যুয়েল এই ছবিটি। এই ছবির মতোই সেখানেও কমলের চরিত্রের নাম ছবি এজেন্ট কম্যান্ডার অরুণ কুমার বিক্রম। ‘বিক্রম’ ছবির সেই চরিত্রকেই একই নামের সিনেমায় ফের ফিরিয়ে আনা হয়েছে। দর্শকদের ধারণা, ছবিটি বক্স অফিসে যা দুর্দান্ত ব্যবসা করছে, তাতে আগামী দিনে ‘বিক্রম’ ফ্র্যাঞ্চাইজি তৈরি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।