• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোটেই সাধাসিধে নয়, টাকার লোভে অপপ্রচার করছে! ভুবন বাদ্যকরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নামটা বর্তমানে ছোট বড় সকলের কাছেই বেশ পরিচিত। সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান এমন ভাইরাল হয়েছে যে সামান্য বাদাম বিক্রেতা থেকে বিশ্ববিখ্যাত সেলিব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের দুবরাজপুরের বাদামকাকু। কিন্তু এবার সেই ভুবন বাদ্যকরের বিরুদ্ধেই উঠল প্রতারণার অভিযোগ।

অতিসাধারণ দেখতে গামছা গলায়, উস্কো খুস্ক চুলের ভুবন বাদ্যকর বাদাম বিক্রির জন্য গান বেঁধেছিলেন। সেই গানই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরে। তারপরেই রাতারাতি পাল্টে যায় ভাগ্য। পাকা বাড়ি, গাড়ি, দামি ফোন থেকে পরিচিতি সবই আছে আজ তাঁর কাছে।

   

Where is 'Kacha Badam' fame Bhuban Badyakar Now

কিন্তু ভুবনবাবুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কে? উত্তরে গোধূলীবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষ এই অভিযোগ তুলেছেন। এর পিছনে রয়েছে কপিরাইট নিয়ে শুরু হওয়া বিবাদ। ২০২১ সালে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের স্বত্ব গোপালবাবুকে বিক্রি করেন বাদামকাকু। কিন্তু মুশকিল হল একজনকে নয়, একাধিক লোককে গানের স্বত্ব বিক্রি করেন ভুবন বাদ্যকর।

আরও পড়ুনঃ সমস্ত রীতিমেনে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী, রইল বিয়ের সমস্ত ছবির এক্সক্লুসিভ অ্যালবাম

গোপাল ঘোষের মত, ভুবন বাদ্যকর  মানুষ নন। ওনার প্রচুর অর্থের প্রতি লোভ আছে। লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে গোধূলিবেলা মিউজিকের তরফ থেকে ভুবনবাবুকে।  পাশাপাশি র্যায়ের বাইরেও নিয়ে গিয়ে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

Bhuban Badyakar Receiving Check

বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে অর্থ রোগজারের পাশাপাশি বহু দামি উপহারও পেয়েছিলেন তিনি। কিন্তু আরও অর্থের লোভে গোপাল ঘোষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এককথায় এই ঘটনাকে, ‘যে থালায় খায় সেই থালায় থুতু ফেলে’ এর মত বলেছেন তিনি! কারণ টাকার জন্য একই গানের স্বত্ব নিয়মের বাইরে গিয়ে একাধিক সংস্থাকে বিক্রি করেছেন তিনি।

আরও পড়ুনঃ বাচ্চা আমির খানের মত না হলে বেচে দেবেন? সন্তানকে কটূক্তি করতেই ট্রোলারদের যোগ্য জবাব জোজোর

এখানেই শেষ নয়, গোপাল বাবুর মতে, বহুবার বাবু যে ট্রেডমার্ক দেখিয়ে বেড়াচ্ছেন সেটা গানের স্বত্ব নয়। তাছাড়া ১৩ কোটি টাকা দাবি করা হয়েছে যেটা কোনো দিনই ইনকাম হয় না। এটাও মিথ্যা প্রচার। তিনি আরও জানান, আমরা বহু শিল্পীদের সাথে কাজ করেছি। কিন্তু ভুবনবাবু যেভাবে আমাদের বদনাম করছেন এমনটা অন্য কেউ কোনোদিন করেননি।

Bhuban Badyakar New iphone 13 video

সব শেষে গোপালবাবু জানান, এই সমস্ত ঘটনাটা বিচারের জন্য সাধারণ মানুষের ওপরেই ছেড়ে দিচ্ছেন তিনি। মাননীয় আদালত যা সিদ্ধান্ত দেবে এ মাথা পেতে নেবেন তিনি। তবে ভুবন বাদ্যকরের এই আচরণ মোটেই আশা করেননি তিনি। অর্থের জন্য মানুষ এতটা নিচে নেমে যেতে পারে এটা তার থারণার বাইরে ছিল।

site