• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চা আমির খানের মত না হলে বেচে দেবেন? সন্তানকে কটূক্তি করতেই ট্রোলারদের যোগ্য জবাব জোজোর

Published on:

Jojo Mukherjee,Jojo Mukherjee's son,Aditya J Mukherjee,Social Media Trolling,জোজো মুখোপাধ্যায়,আদিত্য যে মুখোপাধ্যায়,ট্রোলিং

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকটাই হাতের নাগালে চলে এসেছেন সেলিব্রিটিরাও। এমনই একজন পছন্দের তারকা তথা বাঙালির প্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। এমন অসংখ্য মানুষ রয়েছন যারা জোজোর গান শুনেই বড় হয়েছেন। আজ প্রায় ত্রিশ বছরেও বেশি সময় ধরে শ্রোতাদের মন জিতেছেন তিনি নিজের দাপুটে কণ্ঠস্বর দিয়ে। কিন্তু হটাৎই সোশ্যাল মিডিয়াতে মেজাজ হারালেন গায়িকা, অবশ্য এর পিছনে যথাযত কারণ রয়েছে!

বর্তমান সময়ে দাঁড়িয়ে সেলিব্রিটিদের সাথে যোগাযোগ যেমন সহজ হয়েছে তেমনি তাদের ট্রোলিং বেড়েছে অত্যাধিক। পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটূক্তি থেকেই ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় সকলকেই। গায়িকা জোজোও নিস্তার পাননি এই ট্রোলারদের হাত থেকে। স্বাস্থ্যের কারণে বহু কটূক্তি ধেয়ে আসে তাঁর দিকে। যদিও সেসবে কান দিতে মোটেই চান না তিনি। এসব জীবনের অংশ বলেই ধরে নিয়েছেন তিনি। কারণ সকলের মানসিক অবস্থা সমান থাকে না, শিক্ষাদীক্ষা সমান থাকে না। কিন্তু সন্তানের ট্রোলিং একজন মা কখনোই সহ্য করতে পারেন না।

Jojo Mukherjee burts out of wrong information about her in google and wikipedia

এবার সন্তানকে নিয়ে কটূক্তি হতেই ক্ষোভে ফুঁসে উঠলেন গায়িকা, দিলেন যোগ্য জবাব! সম্প্রতি ছেলে আদিৰ সাথে একটি খুবই মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন জোজো। সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে, ইতিমধ্যেই ভিউ পেরিয়েছে ১০ লক্ষেরও বেশি। কিন্তু তাতে প্রশংসা ভালোবাসার পাশাপাশি শুরু হয়েছে কটাক্ষ, কটূক্তি। ভিডিওতে দেখা গিয়েছিল মা (জোজো) এর মেকআপের সামগ্রী নিয়ে আসতে জোজো জিজ্ঞাসা করেন  এগুলো কি? উত্তরে আদিত্য বলে, ‘মেক আপ’।

আরও পড়ুনঃ পিয়াকে বিয়ে করে জুটেছিল ‘বউ চোর’ তকমা! এবার অনুপমের তৃতীয় বিয়ের আগে মুখ খুললেন পরমব্রত

এমন একটা মিষ্টি সহজ সরল ভিডিওকে ভালোবাসায় ভড়িয়েছেন অজস্ত্র মানুষ। কিন্তু সেখানেই এক মহিলা কমেন্ট করেন, ‘ভালো বাড়ির ছেলে দত্তক নিতে পারতে, মানায়নি’। ভিডিওতে ওই মহিলার নাম না নিয়ে তাকে জোজো বলেন, ‘আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির ছেলে নিয়েছি, তাতে আপনার কী? আপনি খাওয়াচ্ছেন? আপনি পরাচ্ছেন?… আপনি বলার কে। জানি না ওঁনার সন্তান আছে কিনা, এত বড় মহিলা হয়ে ওঁনার জ্ঞান থাকা উচিত, দত্তক নেওয়ার সময় কেউ বেবিকে বেছে নিতে পারে না’।

আরও পড়ুনঃ আদরে-চুম্বনে মাখামাখি! ফাঁস হতেই ভাইরাল কাঞ্চন-শ্রীময়ীর গোপন ভিডিও

এরপর গায়িকা আরও বলেন, ‘আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয়, বেচে দেবেন বাজারে? স্বামী হৃতিক রোশন না হলে চুমু খাবেন না? হ্যান্ডসাম লোকের সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের মতো মানসিকভাবে অসুস্থ মহিলাদের জন্য বাকি মায়েরা বদনাম হন’। শেষে তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন মন্তব্য হলে তিনি মোটেই ছেড়ে কথা বলবেন না। এর শেষ দেখে ছাড়বেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥