• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর স্ত্রীদের কুনজর থেকে কিভাবে বাঁচাবেন স্বামীকে? মহিলাদের স্পেশাল টিপস দিলেন ‘জুন আন্টি’ ঊষসী

‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘জুন আন্টি’ চরিত্রে অভিনয় করে প্রচুর গালমন্দ শুনেছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। স্টার জলসার এই সিরিয়ালে খলচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শ্রীময়ীর স্বামী অনিন্দ্যর প্রেয়সী ছিল জুন। গৃহবধূ শ্রীময়ীর জীবন একেবারে তছনছ করে দিয়েছিল সে।

সেই ধারাবাহিক দর্শকমহলে এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে দর্শকমহলে ‘জুন আন্টি’ (June Aunty) নামেই পরিচিতি লাভ করেছিলেন ঊষসী। সিরিয়াল শেষ হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও বহু দর্শক অভিনেত্রীকে ‘জুন আন্টি’ নামেই মনে রেখে দিয়েছেন। সম্প্রতি সেই ঊষসীই বিবাহিত মহিলাদের স্বামীদের কাছে ধরে রাখার বিশেষ টিপস দিলেন।

   

Ushasie Chakraborty as June Aunty in Sreemoyee serial

দর্শকদের মন থেকে জুন আন্টির ইমেজ না মুছলেও, ঊষসী এখন নতুন রূপে ছোটপর্দায় কাজ করছেন। তবে এই সিরিয়ালেও একজন মধ্যবয়স্ত বিবাহিত পুরুষের প্রেয়সীর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সিরিয়ালের নাম হল ‘তোমাদের রানী’ (Tomader Rani)

আরও পড়ুনঃ সামনেই বিয়ে? আইবুড়োভাত খাচ্ছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

ঊষসীকে এখানে ডক্টর ভূমির চরিত্রে দেখা যাচ্ছে। নায়িকা রানীর মেন্টর সে। তবে এখানে খলচরিত্র নয়, বরং ইতিবাচক রোলে দেখা যাচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী বলেন, ‘আমি জুনের প্রভাব থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। সেই জন্য শয়তানি না করে একজন ভালো মহিলার চরিত্র বেছে নিয়েছি। আমি রানীর চিকিৎসক কাম মেন্টর এই সিরিয়ালে’।

Ushasie Chakraborty as Bhumi Chatterjee in Tomader Rani

তবে স্টার জলসার এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, ভূমি শুধু রানীর চিকিৎসক এবং মেন্টর না। তিনি দুর্জয়ের বাবা তথা রানীর শ্বশুরের ছেলেবেলার বান্ধবী। তাকে বিশেষ পছন্দ করে না দুর্জয়ের মা শুক্লা। পর্দায় বিবাহিত পুরুষদের প্রেয়সীর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে মহিলাদের স্বামীকে ধরে রাখার টিপস দিলেন ঊষসী।

আরও পড়ুনঃ ল্যাপটপেই হবে পর্দাফাঁস, বাবুউউর মায়ের মাথায় বাজ! ফাঁস পর্ণার ইশাকে ধরার ধামাকা পর্ব

রানীর ডাক্তার আন্টি বলেন, ‘স্বামীর জীবনে অন্য কোনও নারীকে দেখে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগবেন না আপনারা। জানবেন, আপনারা সেটা এবং স্বামীদের আপনাদের ছাড়া কোনও গতি নেই’। ‘শ্রীময়ী’তে অনিন্দ্য-শ্রীময়ী সংসার তছনছ করে দিলেও ‘তোমাদের রানী’তে অবশ্য শুক্লার সংসার ভাঙতে আসেনি ভূমি। তাই দুর্জয়ের বাবার সঙ্গে অল্প খুনসুটি করলে কিন্তু কোনও ক্ষতি নেই।