• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ল্যাপটপেই হবে পর্দাফাঁস, বাবুউউর মায়ের মাথায় বাজ! ফাঁস পর্ণার ইশাকে ধরার ধামাকা পর্ব

বুদ্ধির জোরে বহুবার সৃজনকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা। এবারও তার ব্যতিক্রম হবে না। ঈশা, কৃষ্ণার মিথ্যে নাটক ভেস্তে দেবে বাবুউউর বউ। সবার সামনে প্রমাণ করে দেবে সৃজন কোনও ভুল করেনি। সেদিন রাতের সমস্ত ঘটনা ঈশাদের সাজানো ছিল।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, বিয়ের মণ্ডপে ঈশাকে ছেড়ে পর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সৃজন। এত বড় অপমান মেনে নিতে পারে না ঈশা। সে সবার সামনে বলে, সৃজন তার সঙ্গে রাত কাটিয়েছে। সম্মান নিয়ে ছিনিমিনি খেলার পর এখন তাকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে গেল সে।

   

Neem Phooler Madhu Krisha and Isha

নাতির বিরুদ্ধে এত বড় অভিযোগ আনা হয়েছে শুনে প্রতিবাদ করেন হেমনলিনীদেবী। তিনি সাফ বলেন, সৃজন (Srijan) কিছুতেই এমনটা করতে পারে না। কিন্তু ঈশাও দমে যাওয়ার মতো মেয়ে নয়। সে উল্টে সৃজনকে চাপ দেওয়া শুরু করে। ঈশা (Isha) বলে, সৃজন যদি তাকে বিয়ে না করে তাহলে পুলিশের কাছে গিয়ে সে অভিযোগ করবে।

আরও পড়ুনঃ এখনও শ্বশুরবাড়িতেই থাকবে শিমুল, আবারও ক্ষতি করবে পলাশ! আগাম পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

সৃজনকে হুমকি দিয়ে দত্ত বাড়ি থেকে চলে যায় ঈশা। তখন সেই রাতের সম্পূর্ণ ঘটনা পর্ণাকে খুলে বলে সৃজন। স্বামীর মুখ থেকে সব শুনে পর্ণা (Parna) বুঝতে পারে, সেই দিন যখন ঘটনা ঘটেছিল তখন ল্যাপটপ অন ছিল। তাহলে ঘরের মধ্যে যা যা হয়েছে সবকিছু সেখানে রেকর্ড হয়ে গিয়েছে।

Neem Phooler Madhu Srijan and Parna

ল্যাপটপ দেখলেই তাহলে ঈশার সব মিথ্যে ফাঁস হয়ে যাবে। সৃজনকে সে আর কোনোভাবে ফাঁসাতে পারবে না। আগামী পর্বে দেখা যাবে, ফের সৃজনকে সই করার জন্য চাপ দিতে শুরু করে ঈশা। তখন পর্ণা বলে, এবার ল্যাপটপ দিয়েই হবে কিস্তিমাত।

আরও পড়ুনঃ অর্জুনকে নিয়ে নোংরা বদনাম, সূর্যকে উচিত শিক্ষা দিল দীপা! রণংদেহি মূর্তি দেখে সাবাশ বলছে দর্শকেরা

এই ল্যাপটপেই সেই রাতের ঘটনার সমস্ত প্রমাণ আছে বলে জানায় পর্ণা। সবকিছু রেকর্ড হয়ে গিয়েছে শুনে বেশ ঘাবড়ে যায় ঈশা। সে বুঝে যায়, শীঘ্রই সবার সামনে তার মিথ্যে নাটক ফাঁস হতে চলেছে। ঈশার মিথ্যে ফাঁস হওয়ার পর সৃজন-পর্ণারা তাকে কী শাস্তি দেয় সেটাই এবার দেখার।