• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের অভিনেতারা পারবে না! ইন্ডাস্ট্রির ‘লবিবাজি’ নিয়ে সাক্ষাৎকারে বিস্ফোরক জয়জিৎ বন্দোপাধ্যায়

Published on:

Joyjit Banerjee shares first Web Series experience in Interview

টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) সকলের কাছেই বেশ পরিচিত। সিনেমা থেকে সিরিয়াল ছোট বড় সব ধরণের চরিত্রেই দেখা  গিয়েছে তাকে। দীর্ঘ ২৫ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষ অভিনয় দিয়ে জিতেছেন মানুষের মন। কিন্তু সম্প্রতি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে চাঁচাছোলা কথা বলতেই চর্চায় অভিনেতা।

কয়েক মাস আগেই শেষ হয়েছে মেয়েবেলা সিরিয়াল। হ্যাঁ মৌ-ডোডোদার কথাই বলছি। ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ স্বীকৃতি মজুমদার ও নায়ক অর্পণ ঘোষাল আবারও নতুন প্রজেক্টে জুটি বাঁধছেন। খবর প্রকাশ্যে আসতেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল ভক্তরা। তবে সিরিয়াল নয় বরং ওয়েব সিরিজ ‘রাজা,রাণী ও রোমিও’ এ জুটি বাঁধছে মৌঝর জুটি। নতুন এই সিরিজেই দেখা মিলবে জয়জিৎ বান্ধোপাধ্যায়ের। এছাড়াও থাকবেন রাতাশ্রী দত্ত।

Joyjit Banerjee

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা রিলিজের আগেই বেশ বাড়তে শুরু করেছে। তবে এবার শিরোনামে আনন্দবাজারকে দেওয়া জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারে। যেখানে অভিনেতা বলেন, ‘ ইন্ডাস্ট্রিতে তো লবির লোক না হলে সিরিজ়, সিনেমায় কাজের তেমন সুযোগ আসে না। অনেকে পরিচালকেই ভাবেন সিরিয়ালের অভিনেতারা ওয়েব সিরিজ বা বড়পর্দায় অভিনয়  করতে পারেন না’।

আরও পড়ুনঃ শেষ শুটিংয়ে চোখে জল, বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল, ফাঁস অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

কাজের অভিজ্ঞতার সম্পর্কে বলতে গিয়ে জয়জিৎ বলেন, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরে আমরা শুটিং করেছি। জায়দীপের সাথে কাজ করে আপ্লুত। দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার অপেক্ষা। তবে কবে লঞ্চ করবে সিরিজটি এ ব্যাপারে এখুনি কোনো আপডেট পাওয়া যায়নি। হয়তো শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে। অফিসিয়াল ঘোষণা পেলেই তা জানানো হবে বংট্রেন্ডের পর্দায়।

আরও পড়ুনঃ টাকা নয় প্রতিভাই শেষ কথা, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শেখার ফিস জেনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Jojit Banerjee interview

প্রসঙ্গত, ‘রাজা রাণী রোমিও’ এর আগে জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের ‘অলক্ষীজ ইন গোয়া’ সিরিজটি বেশ হিট হয়েছিল। মূলত রোম্যান্টিক থ্রিলার গল্পের ওপর তৈরী সিরিজটি। আসন্ন সিরিজের গল্প প্রায় ৬ বছর ধরে তাঁর মাথায় ছুড়ছিল। তবে চিত্রনাট্য তৈরী করতেই সময় লেগে গিয়েছে অনেকটাই। এখন অপেক্ষা সিরিজটি রিলিজ হলে সেটা কতটা সাড়া পায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥