• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য অতীত, অর্জুনকে বাবা হিসেবে স্বীকার করল সোনা-রূপা! আগাম পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকরা

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa want Arjun as their father

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি আবার জমে উঠেছে। একদিকে সূর্য নিজের ভুল বুঝতে পেরে দূরে সরে গিয়েছে। অন্যদিকে ‘সুদীপা’র বিচ্ছেদ হতে না হতেই এবার অর্জুনকে বাবার জায়গা দিতে চাইছে সোনা-রূপা। সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) তরফ থেকে শেয়ার করা হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র মোড়ঘোরানো এই প্রোমো।

স্টার জলসার এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, অ্যাক্সিডেন্টের ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে সেরে উঠছে রূপা (Rupa)। তবে তার শরীরে ছোট থেকে যে রোগটি বাসা বেঁধেছে তার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। শীঘ্রই যদি চিকিৎসা না শুরু করা হয় তাহলে তাকে বাঁচানো যাবে না। ৬ মাসের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে রূপা।

Anurager Chhowa Deepa Sona and Rupa

একথা জানতে পারার পর থেকে মাকে নিয়ে রূপার চিন্তা আরও বেড়ে গিয়েছে। মাকে কীভাবে সুখী করা যায় সেটাই ভেবে যাচ্ছে সে। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো (Anurager Chhowa Promo)। সেখানে দেখা যাচ্ছে, অর্জুনকে বাবার মর্যাদা দিচ্ছে ছোট্ট সোনা-রূপা (Sona Rupa)।

আরও পড়ুনঃ ‘দয়া চাই না’, শিমুলকে সাহায্য করতে যেতেই শতদ্রুর মুখে ঝামা ঘষল বিপাশা! ফাঁস ধুন্ধুমার পর্ব

নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে আছে অসুস্থ রূপা। অর্জুন (Arjun) তার পাশে বসে। রূপা অর্জুনকে বলে, তার মাথায় ভীষণ যন্ত্রণা করছে। একথা শুনে অর্জুন বলে, রূপার কষ্ট যতক্ষণ না কমছে, ততক্ষণ সে কোথাও যাবে না। এরপর রূপা একটু ঠিক হতেই অর্জুন বেরোতে যায়। কিন্তু তখন রূপা তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথাও যাবে না। তুমি কি আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড হবে অর্জুন ড্যাডি?

Anurager Chhowa Arjun and Rupa

রূপার মুখ থেকে ‘ড্যাডি’ ডাক শুনে খানিক অবাক হয়ে যায় অর্জুন। এদিকে ঘরে ঢুকে মেয়ের কথা শুনতে পায় দীপা (Deepa)। সে রূপাকে জিজ্ঞেস করে, এমন কথা কেন বলছে? তখন বোনের কথায় সায় দেয় সোনাও। তাহলে কি মেয়েদের মুখ চেয়ে অর্জুনের হাত ধরে নতুন জীবন শুরু করবে দীপা? চিরতরে ভেঙে যাবে ‘সুদীপা’র জুটি? এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

আরও পড়ুনঃ ঝরে গেল ‘নিম ফুল’, শিমুলও পড়ল পিছিয়ে! ধামাকাদার কামব্যাক দীপার, দেখুন সম্পূর্ণ TRP তালিকা

সেই সঙ্গেই অনেকে আবার এই প্রোমো দেখে ক্ষোভ প্রকাশও করেছেন। আসলে সূর্য নিজের ভুল বুঝতে পারার পর দর্শকদের একাংশ চেয়েছিলেন, ফের এক হয়ে যাক ‘সুদীপা’। কিন্তু নতুন প্রোমোয় এমন কিছুই দেখানো হয়নি। বরং মনে হচ্ছে, এবার হয়তো অর্জুন-দীপাকে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকের কাহিনী। এবার দেখা যাক, দর্শকদের দাবি মেনে সিরিয়ালের ট্র্যাক পরিবর্তন করা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥