• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়কের থেকে খলনায়কের কদর বেশি! বলিউডের ৬ ভিলেনের ফিস লজ্জায় ফেলছে শাহরুখ-সালমানকেও

Bollywood Villian Schocking Fees :  বলিউড (Bollywood) ছবির সাফল্যের পিছনে নায়কের যতখানি অবদান থাকে, ততখানি অবদান থাকে খলনায়কেরও (Villain)। কারণ হিরোকে টেক্কা দেওয়ার মতো ভিলেন না থাকলে দর্শকরা সেই ছবি দেখে মজা পান না। নায়কের পাশাপাশি সেই জন্য খলনায়ক নির্বাচনেও বিশেষ গুরুত্ব আরোপ করেন নির্মাতারা। ছবি হিট হওয়ার পিছনে ভিলেনের গুরুত্ব যেহেতু অনেকখানি, সেই জন্য তাঁদের পারিশ্রমিকও (Fees) হয় আকাশছোঁয়া। আজকের প্রতিবেদনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি ৬ খলনায়কের (Highest Paid Villain) নাম তুলে ধরা হল, যাদের পারিশ্রমিক সত্যিই চোখ কপালে তোলার মতো।

প্রকাশ রাজ (Prakash Raj)- জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতাকে একাধিক বলিউড সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রকাশ রাজের নাম তালিকায় ষষ্ট স্থানে রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি ছবির জন্য ১.৫-২ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেতা।

   

Prakash Raj, Prakash Raj fees, Highest paid Bollywood villain

ফাহাদ ফাসিল (Fahadh Faasil)- ‘পুষ্পা’ ছবিতে নজরকাড়া পারফরম্যান্স করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিলেন অভিনেতা ফাহাদ ফাসিল। তাঁর নাম তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। জানা গিয়েছে, ‘পুষ্পা’র জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ শাহরুখের দেখাদেখি ভোলবদল! ন্যাড়া মাথা সালমানকে দেখে চমকে উঠলেন ভক্তরা

Fahadh Faasil, Fahadh Faasil fees, Highest paid villain of Bollywood

ইমরান হাশমি (Emraan Hashmi)- বলিউডের ‘কিসিং গড’ ইমরান হাশমির নাম রয়েছে চতুর্থ স্থানে। সলমন খানের ‘টাইগার ৩’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরানকে। শোনা গিয়েছে, এই ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ইমরান।

আরও পড়ুনঃ ‘গদর ২’ ব্লকবাস্টার হলেও পথে বসবেন সানি দেওল! ঋণের দায়ে নিলামে উঠল অভিনেতার বাড়ি

Emraan Hashmi, Emraan Hashmi fees, Highest paid villain of Bollywood

সইফ আলি খান (Saif Ali Khan)- নায়ক ছেড়ে এখন খলনায়কের চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান। ‘তানহাজি’, ‘আদিপুরুষ’ সহ একাধিক ছবিতে ভিলেনের রোলে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, ‘আদিপুরুষ’র জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সইফ। অপরদিকে আসন্ন ‘দেবরা’ ছবির জন্য ১৩ কোটি টাকা দর হাঁকিয়েছেন শর্মিলা-পুত্র।

Saif Ali Khan, Saif Ali Khan fees, Highest paid villain of Bollywood

বিজয় সেতুপতি (Vijay Sethupathi)- ‘বিক্রম’ এবং ‘মাস্টার’র সাফল্যের পর বিজয় ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড ভিলেনদের মধ্যে একজন হয়ে গিয়েছেন। শীঘ্রই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে তাঁকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিজয় এখন একটি ছবির জন্য ১৫ কোটি টাকা চার্জ করেন।

Vijay Sethupathi, Vijay Sethupathi fees, Highest paid Bollywood villain

জন আব্রাহাম (John Abraham)- এই মুহূর্তে বলিউডের হাইয়েস্ট পেইড ভিলেন হলেন জন আব্রাহাম। একসময় নায়ক হিসেবে পর্দা কাঁপালেও এখন খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন জন।

John Abraham, John Abraham fees, Highest paid villain of Bollywood

শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জন। জানা গিয়েছে, সেই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা।