• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা থেকে হিন্দি, ভারতের টুকে এই ৬টা ব্লকবাস্টার সিনেমা বানিয়েছে হলিউড!

হলিউড (Hollywood) থেকে টুকলি করে প্রচুর বলিউড (Bollywood) এবং বাংলা সিনেমা (Tollywood) তৈরি হয়েছে। কখনও সেই রিমেক (Remake) দর্শকদের দারুণ পছন্দ হয়েছে, কখনও আবার সেগুলি দর্শকমনে একেবারেই দাগ কাটতে পারেনি। তবে আপনি কি জানেন, বলিউড এবং বাংলা সিনেমাকে নকল করে হলিউডেও প্রচুর সিনেমা তৈরি হয়েছে। শুনতে অবাস্তব লাগলেও এটা কিন্তু সত্যি। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৬ ছবির নাম।

ডর (Darr): যশ চোপড়া পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, জুহি চাওলা এবং সানি দেওল। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবি। ‘ডর’ রিলিজের ৩ বছরের মাথায় আমেরিকায় মুক্তি পেয়েছিল ‘ফিয়ার’ ছবিটি। মার্ক ওয়ালবার্গ, উইলিয়াম পিটারসেন অভিনীত এই সিনেমা ‘ডর’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল।

   

Fear, Hollywood movies remake of Bollywood

সঙ্গম (Sangam): আইকনিক ‘সঙ্গম’রও হলিউড রিমেক রয়েছে। সেই সিনেমার নাম ‘পার্ল হারবার’। ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া বেন অ্যাফ্লেককে এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে ‘সঙ্গম’এ অভিনয় করেছিলেন রাজ কাপুর, বৈজয়ন্তীমালা এবং রাজেন্দ্র কুমারের মতো তারকারা।

Pearl Harbor, Hollywood movies remake of Bollywood

আরও পড়ুনঃ স্বয়ম্ভু বেঁচে ফিরতেই ধামাকা! জ্যাস-নাকি ফুলকি কে হল সেরা? রইল চমকে দেওয়া TRP তালিকা

জব উই মেট (Jab We Met): শাহিদ কাপুর, করিনা কাপুর খান অভিনীত ‘জব উই মেট’ সিনেমারও হলিউড রিমেক রয়েছে। ২০০৭ সালে রিলিজ করেছিল ‘জব উই মেট’। এর ৩ বছর পর হলিউডে মুক্তি পায় ‘লিপ ইয়ার’ নামে একটি সিনেমা। সেটি শাহিদ-করিনার ছবির দ্বারা অনুপ্রাণিত।

Leap Year, Hollywood movies remake of Bollywood

আ ওয়েডনেসডে (A Wednesday): অনুপম খের, নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘আ ওয়েডনেসডে’ বলিউডের জনপ্রিয় ছবিগুলির মধ্যে একটি। এই ছবির অনুকরণে ২০১৩ সালে শ্রীলঙ্কায় ‘আ কমন ম্যান’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল। সেই সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন বেন ক্রস এবং বেন কিংসলে।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপ থেকে উঠে গেল বর, কপাল পুড়ল সন্ধ্যার! ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম ধামাকে পর্ব

A Common Man, Hollywood movies remake of Bollywood

ভিকি ডোনার (Vicky Donor): ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই বলিউড ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এই সিনেমা। এই ছবি অনুকরণে আমেরিকায় ‘ডেলিভারি ম্যান’ নামে একটি সিনেমা তৈরি হয়েছে।

Delivery Man, Hollywood movies remake of Bollywood

চারুলতা (Charulata): শুধুমাত্র বলিউড থেকেই নয়, টলিউডের নকল করেও সিনেমা তৈরি করেছে হলিউড। ১৯৬৪ সালে রিলিজ করেছিল সত্যজিৎ রায় পরিচালিত আইকনিক ছবি ‘চারুলতা’।

Forty Shades Of Blue, Hollywood movies remake of Bollywood

সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায় সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির অনুকরণে ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘ফরটি শেডস অফ ব্লু’।