• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজও একই রকম সুন্দরী! ‘জন্মভূমির পিসিমা’র বয়স শুনেই অবাক ‘দিদি নং ১’ রচনা ব্যানার্জী

জি বাংলার (Zee Bangla) রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম ‘দিদি নাম্বার ওয়ান (Didi No 1)’। বিগত ১ দশকেরও বেশি সময় ধরে রচনা ব্যানার্জীর সঞ্চালনায় প্রতিটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই শো। কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সম্প্রতি মরছেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chatterjee) কেউ দেখা গেল অনুষ্ঠানের মঞ্চে।

৩রা মার্চ সম্প্রচারিত হয়েছিল মমতা ব্যানার্জীর সাথে হওয়া বিশেষ পর্ব। মঞ্চে ব্যক্তিগত জীবনের কাহিনী থেকে শুরু করে রাজনীতি, খেলা ও আরও অনেক কিছু নিয়ে কথা বলেন তিনি। এরপর রুটি বেলা, নাচ থেকে শুরু করে ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বাংলার নামিদামি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত হল আরও একটি বিশেষ পর্ব।

   

Mita Chatterjeer at Didi No 1 reveals her age

জি বাংলার ফেসবুক পেজে একটি প্রমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মিতা চট্টোপাধ্যায়ের পাশাপাশি শকুন্তলা বড়ুয়া ও হৈমন্তী শুক্লার মতো তারকারা একত্রে হাজির হয়েছিলেন বিশেষ পর্বে। জন্মভূমি খ্যাত মিতা চট্টোপাধ্যায় এর সাথে কথোপকথনের কিছু দৃশ্য দেখানো হয়েছে ভিডিওতে। যায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘ভীষণ খারাপ লাগে..’, বেফাঁস মন্তব্য করলেই ট্রোলিং! ‘দিদি নং ১’র মঞ্চে কষ্টের কথা জানালেন মমতা

১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দূরদর্শনে জন্মভূমি সিরিয়ালে পিসীমা চরিত্রে অভিনয় করেছিলেন মিতা চট্টোপাধ্যায়। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 25 টা বছর তবে আজও তাকে দেখলে বয়সের কোনো চাপ খুঁজে পাওয়া দায়। বাস্তবে বয়স পেরিয়েছে ৯০ এর কোনটি তবুও আজও একই রকম সুন্দরী রয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য দারুন সুখবর! আবারও পর্দায় ফিরছেন প্রতীক-সোনামণি, ফাঁস হল ভিডিও

যে প্রমো ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে রচনা ব্যানার্জি মিতা চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন তার বয়স নিয়ে। উত্তরে অভিনেত্রী জানান ৯১ বছর বয়সে পা দিয়েছেন তিনি। এটা শুনেই রীতিমতো চমকে গিয়েছেন রচনাও। সেটা শুনে ওঠেন কে বলেছে রে বয়স হয়েছে? অন্যদিকে কপালে হাতে গিয়ে নমস্কারও করেন হৈমন্তী শুক্লা।