• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের জন্য দারুন সুখবর! আবারও পর্দায় ফিরছেন প্রতীক-সোনামণি, ফাঁস হল ভিডিও

Published on:

Pratik Sen,Sonamoni Saha,Star Jalsha Pariwar Award 2024,মোহর,প্রতীক সেন,সোনামণি সাহা,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪

বাঙালী দর্শকদের বিনোদন মানেই প্রতিদিন টেলিভিশনের পর্দায় হওয়া মেগা সিরিয়াল (Bengali Mega Serial)। সময়ের সাথে কত ধারাবাহিক আসে যায়, তবে কিছু গল্প এমন হয় যা সকলের মনে গেঁথে যায়। গল্পের পাশাপাশি নায়ক-নায়িকারাও আপনজনে পরিণত হয়ে ওঠে। এমনই একটি সিরিয়াল হল ষ্টার জলসার ‘মোহর’ (Mohor)

মোহর ধারাবাহিকে প্রতীক সেন (Pratik Sen)সোনামণি সাহার (Sonamoni Saha) জুটিকে দেখা গিয়েছিল। প্রতীক-সোনামণির এই জুটিকে ভালোবেসে ‘সোনাতিক’ নামে ডাকতেন সকলেই। এমনকি প্রতিদিন তাদের দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকতেন দর্শকেরা। মোহর শেষ হওয়ার পর ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে কামব্যাক করেন দুজনে। তবে তারপর আবার নতুন গল্পে প্রতীক-সোনামণিকে দেখার জন্য।

Pratik Sen Sonamoni Saha in Mohor Serial

লীনা গাঙ্গুলির কাহিনী ‘মোহর’ এ প্রথমবার দেখা গিয়েছিল প্রতীক-সোনামণিকে। গল্পে শঙ্খ স্যারের ভূমিকায় ছিলেন প্রতীক ও মোহর চরিত্রে ছিলেন সোনামণি। প্রায় আড়াই বছর ধরে চলেছিল সিরিয়ালটি। একপ্রকার বলি সেলিব্রিটিদের মত পপুলার হয়ে গিয়েছিলেন তাঁরা।

Ekka Dokka actress Sonamoni Saha will comeback soon in a new serial

মোহরের পর ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে সপ্তর্ষি মৌলিকের সাথে জুটি বেঁধেছিলেন সোনামণি। কিন্তু শেষ দিকে গল্পে নতুন মোড় আসে দ্বিতীয় নায়ক হিসাবে এন্ট্রি নেন প্রতীক। শেষমেশ অনির্বান ও রাধিকার মিলনেই শেষ হয় ধারাবাহিক। পর্দায় সোনাতিক জুটিকে পেয়ে বেশ খুশি ছিলেন দর্শকেরাও। এক্কা-দোক্কা শেষ হওয়ার পর সকলেই চাইছেন আবারও একসাথে কামব্যাক করুক প্রিয় জুটি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সম্প্রতি জানা যাচ্ছে আবারও একসাথে পর্দায় ফিরছেন প্রতীক-সোনামণি। তবে কোনো সিরিয়ালে নয়, জলসা পরিবারের সবচেয়ে পপুলার রিয়েলিটি শো, ‘ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪’ এ দেখা যাবে তাঁদের। আগামী রবিবার অর্থাৎ ১০ই মার্চ সন্ধ্যে ৬টা থেকেই টিভির পর্দায় সম্প্রসারিত হবে অনুষ্ঠানটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥