পুজো (Durga Puja) মানেই বাঙালির প্রাণ খোলা আনন্দ। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, এই ক’টা দিন চুটিয়ে উপভোগ করে প্রত্যেক বাঙালি। ব্যতিক্রম নন সুস্মিতা সেনও (Sushmita Sen)। কলকাতায় না থাকলেও পুজোর দিনগুলোয় খাঁটি বাঙালি হয়ে ওঠেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ধুনুচি নাচ (Dhunuchi Naach) থেকে শুরু করে প্যান্ডেল হপিং- বাদ দেন না কিছুই।
এমনিতে সুস্মিতা মা দুর্গার বড় ভক্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই সেকথা বেশ বুঝে নেওয়া যায়। প্রত্যেকটি পোস্টের নীচে ‘#DuggaDugga’ লেখা থাকে তাঁর। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোয় যে তিনি প্রাণ খুলে উপভোগ করবেন তা খানিক জানা কথাই। আর ঠিক তেমনটাই হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার এক দুর্গা পূজা মণ্ডপে সপরিবারে হাজির হয়েছিলেন ‘আরিয়া’ অভিনেত্রী। মেতে উঠেছিলেন মায়ের বন্দনায়। সুস্মিতার পরনে ছিল গোলাপি রঙের শিফন শাড়ি। কপালে লাল টিপ, হালকা মেক আপ, মানানসই দুল, উঁচু করে বাঁধা চুল- ট্র্যাডিশনাল সাজে অপরূপা দেখাচ্ছিল নায়িকাকে।
মায়ের মতোই শাড়িতে সেজে উঠেছিলেন সুস্মিতার বড় মেয়ে রেনে (Renee Sen)। অপরদিকে ছোট মেয়ে আলিশা (Alisha Sen) পড়েছিলেন লেহেঙ্গা-চোলি। মেয়েদের সঙ্গে নিয়ে সুস্মিতা স্রেফ ঠাকুর দেখেই চলে যাননি, ঢাকের তালে জমিয়ে ধুনুচি নাচ করতেও দেখা যায় বঙ্গ তনয়াকে। মায়ের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় মেয়ে রেনেকেও।
বান্দ্রার মণ্ডপে দাঁড়িয়ে সুস্মিতা এদিন বলেন, ‘এই বছর পুজোটা আমার কাছে ভীষণ স্পেশ্যাল। কারণ এই প্রথম আমরা পুজোর সময় পুরো পরিবার একসঙ্গে রয়েছি। আর দুর্গাপুজোর সময়টা আমার কাছে খুব আনন্দের। মা বাপের বাড়ি আসে, আর আমরা উদযাপন করি’।
View this post on Instagram
সুস্মিতার কাজের নিরিখে বলা হলে, মাস কয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে তাঁর ওয়েব সিরিজ ‘তালি’। রূপান্তরকামী গৌরী শিন্ডের চরিত্রে বঙ্গ তনয়ার অভিনয় প্রশংসায় আদায় করে নিয়েছিল দর্শকদের। এছাড়া আগামী নভেম্বর মাসে রিলিজ করতে চলেছে ‘আরিয়া ৩’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সিরিজের প্রথম ঝলক। ‘বস লেডি’ অবতারে ফের একবার দর্শকমন জয় করে নিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।