• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই ফুল এনজয়! ৬ বছরের ছোট হবু বরকে নিয়ে ধুনুচি নাচ পর্দার ‘লাবণ্য’র, চরম ভাইরাল ভিডিও

নবমী মানেই শেষ পুজোর রেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই গোটা বছর অপেক্ষা করে থাকেন পুজোর এই দিনগুলোর জন্য। ব্যতিক্রম নন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের লাবণ্য সেনগুপ্ত (Labonyo Sengupta) অভিনেত্রীর রূপাঞ্জনা মিত্রও (Rupanajana Mitra)। টলি পাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর এবারের পুজো কাটলো দীর্ঘদিনের প্রেমিক তথা পরিচালক রাতুল মুখোপাধ্যায়কে (Ratool Mukherjee) ঘিরেই।

মনের মানুষের সাথেই পুজোর দিনগুলোয় জমিয়ে সেলিব্রেশনে মেতে ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পুজো সেলিব্রেশানের সেই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেi। নবমীর সন্ধ্যায় ধরা পড়লো প্রেমিকের সাথে পর্দার লাবণ্য সেনগুপ্তের জমিয়ে ধুনুচি নাচের ঝলক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের শাড়ি।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,লাবণ্য সেনগুপ্ত,Labonyo Sengupta,রূপাঞ্জনা মিত্র,Rupanjana Mitra,রাতুল মুখার্জী,Ratul Mukherjee,দুর্গাপুজো,Durgapujo

পাশেই হদুল পাঞ্জাবিতে খাঁটি বাঙালি সাজে ধরা দিয়েছিলেন রাতুল।ধুনুচি নাচে হবু বউকে যোগ্য সঙ্গত দিতে দেখা গেল টলিপাড়ার এই পরিচালককেও। তবে শহরের কোলাহল থেকে দূরে এবছর রূপাঞ্জনা ও রাতুল নবমীর সন্ধ্যা কাটালেন ঝাড়গ্রামে।অষ্টমীতেও ক্যামেরায় একসাথে ধরা দিয়েছিলেন তাঁরা জুটিতে-দুটিতে।

আরও পড়ুনঃ জেলে বসেও সূর্য-দীপার সুখের সংসারে আগুন, ভাবনার বাইরে কান্ড ঘটালো মিশকা, ফাঁস তোলপাড় করা পর্ব

এই সেলেব জুটির কোয়ালিটি টাইম কাটানোর ছবিও মন কেড়েছে অনুরাগীদের।  এদিন গোলাপি শাড়ি আর সবুজ ব্লাউজে সেজেছিলেন পর্দার দীপার মডার্ন শ্বাশুড়ি মা। পাশেই সাদা পাঞ্জাবিতে একেবারে বাঙালি বাবু অভিনেত্রীর হবু বর রাতুল। রাতুলের বাহুলগ্না রূপাঞ্জনা ছবি শেয়ার করে লিখেছিলেন  ‘উই টাইম’।

আরও পড়ুনঃ পুজোর শেষে সুখবর! জি বাংলায় একেবারে হাটকে গল্পের ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী

Anurager Chhowa fame Labonyo Sengupta actress Rupanjana Mitra's Dhunuchi Nach with would be husband

প্রসঙ্গত সম্পর্কে বয়স যে একটা সংখ্যা মাত্র তা আগেই প্রমাণ করেছেন রাতুল ও রূপাঞ্জনা।তাই বয়সের ব্যবধান ঘুচিয়েই  ৬ বছর ছোট রাতুলের সাথে আগেই আংটি বদল সেসরে ফেলেছেন পর্দার লাবণ্য সেনগুপ্ত। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই চার হাত এক হবে তাঁদের।

তবে রাতুল রূপাঞ্জনার জীবনে আসার আগেই আগে একবার বিয়ে হয়েছিল অভিনেত্রীর। ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। তাঁদের একমাত্র ছেলে রিয়ান। যদিও  ২০১৮ সালে ছেলেকে সঙ্গে নিয়েই প্রথম স্বামীর ঘর ছাড়েন রূপাঞ্জনা। আর এবার সেই ৮ বছরের ছেলে রিয়ানকে সঙ্গে নিয়েই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।