• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি গানেও সুপারহিট! ছেলের সাথে ‘জগদ্ধাত্রী’র ‘কৌশিকী’র ডুয়েট দেখে মুগ্ধ নেটপাড়া

Published on:

Jagaddhatri serial Koushiki Mukherjee AKA Rupsha Chakraborty sings a song with her son

Jagaddhatri Kaushiki Actress Rupsha Chakraborty duet with Son video: বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী (Bengali Serial Actress) হলেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে হাজার হাজার দর্শকের মন তিনি আগেই জয় করে নিয়েছেন। তাঁকে ভালোবাসেন না, অথবা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ কঠিন। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে (Jagaddhatri) কৌশিকী মুখার্জির (Koushiki Mukherjee) চরিত্রে অভিনয় করছেন তিনি।

পার্শ্বচরিত্র হলেও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে রূপসার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। যদিও এটি প্রথম নয়, এর আগেও একাধিক সিরিয়ালে সাইড রোলে তাঁকে দেখেছেন দর্শকরা। দীর্ঘদিনের কেরিয়ারে নিজের অভিনয়ের জন্য শুধু প্রশংসাই পেয়েছেন রূপসা। সম্প্রতি সেই অভিনেত্রীরই একটি সুপ্ত প্রতিভা সবার সামনে এসেছে।

Rupsha Chakraborty, Rupsha Chakraborty singing

তুখোড় অভিনয়ের মাধ্যমে আগেই অগণিত মানুষের মন জয় করেছেন রূপসা। তবে এবার নিজের দুর্দান্ত গায়কীর (Singing) মাধ্যমে সকলকে অবাক করে দিলেন তিনি। পর্দার কৌশিকীর খালি গলার গান শুনে নেটিজেনরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। যদিও তিনি একা গান করেননি, রূপসার সঙ্গে গলা মিলিয়েছেন তাঁর ছেলে।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন রূপসা। সেখানে ছেলের সঙ্গে গান গাইতে দেখা গেল তাঁকে। মা-ছেলের এই তুখোড় যুগলবন্দি সকলের মন ছুঁয়ে গিয়েছে। নেটিজেনরা একের পর এক কমেন্ট করে নিজের মতামত জানাচ্ছেন।

আরও পড়ুনঃ বহুবিবাহ-পরকীয়ায় ভরপুর! একাধিক বিয়ে দেখানো হয়েছে এই ৫ জনপ্রিয় বাংলা ধারাবাহিকে

Rupsha Chakraborty, Rupsha Chakraborty singing, Rupsha Chakraborty son

রূপসার গানের তারিফ করে একজন নেটিজেন যেমন সেই ভিডিওয় কমেন্ট করেছেন, ‘আপনার ছেলে ভালো গান গায় সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনিও যে এত সুন্দর গান করেন তা আগে জানা ছিল না’। যদিও সংশ্লিষ্ট নেটিজেন একা নন, রূপসার ভিডিওয় এমন কমেন্ট আরও অনেকে করেছেন।

আরও পড়ুনঃ অশিক্ষিত! ম্যালেরিয়া নিয়ে ভুল মন্তব্য করে তুমুল ট্রোল, ভুল বুঝতেই ক্ষমা চাইলেন সঙ্ঘশ্রী

স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’র একটি জনপ্রিয় গান কম্পোজ করেছিলেন রূপসার স্বামী স্নেহাশিস চক্রবর্তী। সেই গান গেয়েই নেটিজেনদের মুগ্ধ করে দেন অভিনেত্রী এবং তাঁর ছেলে। পর্দার কৌশিকীর এই ট্যালেন্টের প্রশংসা সকলে করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥