• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অশিক্ষিত! ম্যালেরিয়া নিয়ে ভুল মন্তব্য করে তুমুল ট্রোল, ভুল বুঝতেই ক্ষমা চাইলেন সঙ্ঘশ্রী

Sanghashree Sinha Roy trolled on social media: বাংলা বিনোদন জগতে ইদানিং অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা রায় (Sanghashree Sinha Roy)। কিছুদিন আগেই তাঁকে দেখা দিয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ (Fatafati) সিনেমায়। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘কি করে তোকে বলবো’, ‘ফেলনা’, কিংবা ‘নবাব নন্দিনী’র মতো একাধিক ধারাবাহিকে।

টেলিভিশনের পর্দায় কখনও মজার চরিত্র আবার কখনও খলচরিত্রে অভিনয় করতে দেখা যায় সংঘশ্রীকে।সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন রচনা বন্দোপাধ্যায়ের (Rachna Banerjee) জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ানের’ (Didi No 1) মঞ্চে। সেখানেই মজার ছলে স্কুল জীবনের কথা বলতে গিয়ে পুরনো নস্টালজিয়ায় ডুব দিয়ে ম্যালেরিয়া আর কালা জ্বরকে গুলিয়ে ফেলেছিলেন সংঘশ্রী।

   

টলিউড,Tollywood,ফাটাফাটি,Fatafati,সংঘশ্রী সিনহা রায়,Sanghashree Roy,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,জী বাংলা,Zee Bangla,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ম্যালেরিয়া,Malaria,কালা জ্বর,Kala Azar,ভুল মন্তব্য,Wrong Statement,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই এদিন তিনি বলে ওঠেন ‘এত বছর পরেও মনে আছে ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’। তাই মনে রাখার সহজ উপায় বাতলে দিয়ে অভিনেত্রী বলেন এই কঠিন নাম মনে রাখার জন্য তারা বলতেন ‘লিসাপিসি ম্যানিয়া হয়ে অজ্ঞান হয়ে ড্রেনে পড়ে আছে… ভ্যান এসে নিয়ে যাচ্ছে’। ব্যাস যত  গণ্ডোগোলের শুরু হয় এখানেই!

কারণ ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’ ম্যালেরিয়া নয়, কালা জ্বরের বিজ্ঞানসম্মত নাম। আর তাই  ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পড়েন সঙ্ঘশ্রী। একজন লিখেছেন ‘এক লাইন জ্ঞান জাহির করতে গিয়ে ১০০ টা অজ্ঞানতার পরিচয় দিলেন’।  তো কেউ আবার অভিনেত্রীর চোখে আঙুল দিয়ে বলে দিয়েছেন ‘ম্যালেরিয়া রোগের নাম, তার বিজ্ঞানসম্মত নাম হয় না। বিজ্ঞানসম্মত নামটি ম্যালেরিয়া রোগ  বহনকারী জীবাণুর ‘।

টলিউড,Tollywood,ফাটাফাটি,Fatafati,সংঘশ্রী সিনহা রায়,Sanghashree Roy,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,জী বাংলা,Zee Bangla,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ম্যালেরিয়া,Malaria,কালা জ্বর,Kala Azar,ভুল মন্তব্য,Wrong Statement,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এছাড়া এদিন  অভিনেত্রীর মুখে ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম শুনে এক নেটিজেন লিখেছেন ‘এটা শুনে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স কাঁদছে আর বলছে আমি কি চাকরিটা ছেড়ে দেব?’ আবার কেউ অভিনেত্রীকে চরম কটাক্ষ করে লিখেছেন ‘এরা পড়াশোনা করে না খালি ভুলভাল কথা’। তবে নিজের ভুল বুঝতে পেরেই এদিন প্রকাশ্যে সেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে দেখা গেল অভিনেত্রীকে।

তাই এদিন প্রকাশ্যে ক্ষমা চেয়ে সংঘশ্রী লিখেছেন ‘আমি দুঃখিত যে কালা জ্বরের জায়গায় ম্যালেরিয়া বলেছি। এর সঙ্গে মেডিকেল স্টেটমেন্ট কে গোলাবেন না। ভুল তো মানুষ মাত্রই হয় বা হতে পারে। আর এই আলোচনার প্রেক্ষাপটটা খুব মজার ছিল। তাও ভুল বলার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।

টলিউড,Tollywood,ফাটাফাটি,Fatafati,সংঘশ্রী সিনহা রায়,Sanghashree Roy,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,জী বাংলা,Zee Bangla,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ম্যালেরিয়া,Malaria,কালা জ্বর,Kala Azar,ভুল মন্তব্য,Wrong Statement,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত ভুল অনেকেই করেন কিন্তু এইভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিতে কজন পারে? তাই এদিন অভিনেত্রীকে প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করতে দেখে অনেকেই তার প্রশংসা করেছেন। এমনই একজন প্রশংসা করে লিখেছেন ‘ভুল অনেক মানুষেরই হয় কিন্তু সেটা স্বীকার করার সাহস সকলের থাকে না। আপনি এটা করে অনেক মানুষকে এই সাহস জোগাতে উৎসাহিত করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। খুব খুব পসেটিভ লাগলো বিষয়টা।’