• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহুবিবাহ-পরকীয়ায় ভরপুর! একাধিক বিয়ে দেখানো হয়েছে এই ৫ জনপ্রিয় বাংলা ধারাবাহিকে

Published on:

These 5 Bengali serials have shown multiple marriages

বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সেই জন্যই রোজ বিকেল হলেই স্টার জলসা, জি বাংলা খুলে বসে পড়েন প্রত্যেকে। তবে সিরিয়ালপ্রেমী মানুষ মানেই ধারাবাহিকের সব কিছু ভালোলাগতে হবে তা কিন্তু নয়। অনেক বাংলা সিরিয়ালে এমন বহু জিনিস দেখানো হয় যা পছন্দ হয় না দর্শকদের। একাধিক বাংলা সিরিয়ালে পরকীয়া-বহুবিবাহের (Multiple Marriage) ট্র্যাক দেখানো হয়েছে যা নিয়েছে বিতর্ক হয়েছে। বহুবিবাহ দেখিয়ে আলোচনার কেন্দ্রে আসা এমনই ৫ বাংলা সিরিয়ালের নাম চলুন আজ দেখে নেওয়া যাক।

গুড্ডি (Guddi)- স্টার জলসার এই সিরিয়ালে নায়ক-নায়িকার যে কতবার বিয়ে দেখানো হয়েছে তা গুনে শেষ করা যাবে না। সিরিয়ালের নায়িকা যেমন দু’জনকে বিয়ে করে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। অনুজ, যুধাজিতের পর এবার অঙ্কুশকে বিয়ে করতে চলেছে গুড্ডি। পাশাপাশি পরকীয়ার ট্র্যাক দেখিয়ে ‘পরকীয়ার হাড্ডি’ও নাম আদায় করে নিয়েছে এই সিরিয়াল।

Guddi, Guddi serial, Bengali serial multiple marriage

ধুলোকণা (Dhulokona)- জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’তেও নায়কের একাধিক বিয়ে দেখানো হয়েছিল। প্রথমে নায়িকা ফুলঝুরির সঙ্গে বিয়ে হওয়া কথা থাকলেও খলনায়িকা চড়ুইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধে নায়ক লালন। এরপর আবার প্রথম বউকে ছেড়ে ফুলঝুরির কাছে ফিরে আসে সে। তারপরে আবার লালনের জীবনে এন্ট্রি নেয় তিতির বলে এক মেয়ে। লালন-তিতিরের বিয়ে অল্পের জন্য হয়নি।

Dhulokona, Bengali serial multiple marriage

শ্রীময়ী (Sreemoyee)- স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে দেখানো হয়েছিল, বাড়িতে বউ শ্রীময়ীকে ফেলে ‘জুন’ নামের এক মহিলার সঙ্গে খুল্লমখুল্লায় প্রেম করে অনিন্দ্য। শেষ পর্যন্ত জুনকে সে বিয়েও করে। অপরদিকে আবার শ্রীময়ী রোহিত সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধে। ধারাবাহিকে এত বিয়ে দেখে অনেকে এই সিরিয়ালের নাম রেখেছিল ‘ডাবল বিয়ে’।

Sreemoyee, Bengali serial multiple marriage

জল নূপুর (Jol Nupur)- আইকনিক এই সিরিয়ালেও একাধিক বিয়ে দেখানো হয়েছিল। প্রথমে নায়ক-নায়িকা নীল এবং কাজুর বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে নীলের পরিবার মানেনি। পরে শ্বশুরবাড়ির লোক কাজুকে মেনে নিলেও নীলের বান্ধবী আরশির জন্য নীল-কাজু আলাদা হয়ে যায়। এরপর নীলের সঙ্গে আরশির বিয়ে হয়। যদিও সিরিয়ালের নায়িকা কিন্তু কাজুই ছিল।

Jol Nupur, Bengali serial multiple marriage

ইষ্টি কুটুম (Ishti Kutum)- ২০১১ সালে পথচলা শুরু হয়েছিল ‘ইষ্টি কুটুম’র। এই সিরিয়ালে নায়ক অর্চির চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক এবং নায়িকা বাহামণির চরিত্রে অভিনয় করেছিলেন রণিতা দাস।

Ishti Kutum, Bengali serial multiple marriage

সিরিয়ালে দেখানো হয়েছিল, গ্রামবাসীরা জোর করে অর্চি এবং বাহার বিয়ে দিয়েছিল। তবে অর্চি কমলিকাকে ভালোবাসতো। বাহাকে বিয়ে করলেও পরে সে প্রেমিকা কমলিকাকে বিয়ে করে। যদিও সিরিয়ালের নায়িকা কিন্তু বাহাই ছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥