• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে জ্বালাতে নতুন নাটক! নীল-ময়ূরীর বেহায়াপনা দেখে ছি ছি করছে নেটপাড়া

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,ময়ূরী,Mayuri,সম্পর্ক,Relationship

কয়েক ডজন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়েও এই মুহূর্তে বিশেষভাবে নজর কাড়ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। ধারাবাহিকের প্রতিটা পর্বেই এখন চলছে টানটান উত্তেজনার পর্ব। সিরিয়ালটি টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে লেগেই থাকে ব্যাপক চর্চা। বিশেষ করে ধারাবাহিকের নায়িকা মেঘ (Megh) এখন দর্শকদের নয়নের মনি।

অন্যদিকে মেঘের বর সৌরনীল (Souraneel) এখন দর্শকদের চোখে খলনায়ক। বিচার বুদ্ধিহীন নীল পেশায় একজন প্রফেসর হলেও ময়ূরীর (Mayuri) কথায় বিশ্বাস করে বারবার মেঘকেই  অপমান করে চলেছে সে। এমনকি এখন মেঘের সাথে বিয়ে করাটাকেও জীবনের সবথেকে বড় ভুল বলে মনে হয় তার। গত পর্বেই দর্শক দেখেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে রক্ত দেওয়ার আগে জোর করে ময়ূরীকে দিয়ে  সমস্ত সত্যি স্বীকার করিয়ে নিয়েছিল মেঘ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,ময়ূরী,Mayuri,সম্পর্ক,Relationship

সেসব শুনে নীল প্রথমে মেঘের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু ময়ূরী সুস্থ হয়ে আবার ভালো মানুষির নাটক করে নীলসহ গোটা গাঙ্গুলী পরিবারের সদস্যদের নিজের দলে টেনে নিয়েছে। নীল এদিন সবার সামনে জানিয়ে দিয়েছে মেঘকে ডিভোর্স দিয়েই যত তাড়াতাড়ি সম্ভব সে ময়ূরীকে বিয়ে করে নেবে।

আরও পড়ুনঃ বাবা হওয়ার ক্ষমতা নেই কবীরের! এতদিনে সূর্যর সামনে খুলল মিশকার মুখোশ, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

কিন্তু মুখে অস্বীকার করলেও নীল আসলে ময়ূরীকে বিয়ে করে মেঘকে কষ্ট দিতে চায়। অন্যদিকে মেঘও মুখে কিছু স্বীকার  না করলেও মনে মনে নীলের এই সিদ্ধান্তে দারুণ আঘাত পেয়েছে সে। তাই বন্ধ ঘরে দরজায় আড়ালে লুকিয়ে চোখের জল ফেলছে সে। অন্যদিকে নীল ইচ্ছা করেই মেঘের ওপর নিজের রাগ দেখাতেই ময়ূরীর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে।

আরও পড়ুনঃ পোড়া কপাল! কুচুটে শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক দিয়ে নতুন বিপদে শিমুল! ফাঁস ধুন্ধুমার মহাপর্ব

https://youtu.be/cn7Etg4ey90?si=cQIUZ_KwPZ65G1Kd

ইতিমধ্যেই মেঘ নীলের ডিভোর্স পিটিশন ফাইল হয়েছে। আগামী পর্বে দেখা যাবে কলেজের ক্লাস শেষ হওয়ার পর নীল ময়ূরীকে নিয়ে শপিংয়ে যাবে। সেসময় কলেজের সামনে মেঘ থাকায় ইচ্ছা করে ময়ূরীর সিট্সা বেল্ট বেঁধে দেবে নীল। আর তারপর দুজনেই নির্লজ্জের মতো হাসতে হাসতেই মেঘের সামনে দিয়ে গাড়ি ছুটিয়ে ময়ূরীকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥