• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্ধ্যার রূপে মুগ্ধ আকাশ, তারাকে ভুলে স্ত্রীর প্রেমে ডুব দিচ্ছে আকাশনীল! দিলখুশ দর্শকদের

Sandhyatara Akashneel mpressed with Sandhya’s new look : দুই বোনের ভালোবাসার গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সন্ধ্যা আর তারা দুই বোন, যারা একে অপরের জন্য প্রাণ দিতেও রাজি। কিন্তু ভাগ্যচক্রে দু’জনে একই মানুষকে ভালোবেসে ফেলে। সেই মানুষের নাম হল আকাশনীল (Akashneel)। একথা জানার পর, দিদির জন্য নিজের ভালোবাসার বলিদান দেয় তারা (Tara)। অপরদিকে তারা মন ভেঙে দেওয়ার পর মায়ের পছন্দ করা পাত্রী সন্ধ্যার (Sandhya) সঙ্গে সাত পাক ঘোরে আকাশনীল।

‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি (Bengali Serial) শুরুতে টিআরপি তালিকায় বিশেষ কামাল না দেখাতে পারলেও, আস্তে আস্তে রেটিং বাড়ছে। সন্ধ্যা এবং আকাশনীলের বিয়ের পর থেকে দর্শকমহলে সিরিয়ালটি নিয়ে চর্চা বৃদ্ধি পেয়েছে। নায়ক-নায়িকার দুষ্টু-মিষ্টি রসায়ন ভীষণ পছন্দ তাঁদের। এখন তো আবার আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করেছে সন্ধ্যা এবং আকাশনীল।

   

Sandhyatara, Sandhyatara Sandhya and Akashneel

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, আচমকাই আকাশনীলের কলকাতার বন্ধুরা ঠিক করে তারা সবাই মিলে আকাশনীলের গ্রামের বাড়িতে আসবে। আকাশনীল কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে, সেই জন্য নতুন বউকে দেখাও আসার পিছনের অন্যতম কারণ। কিন্তু আকাশনীল কোনও ভাবেই চায় না, তার শহুরে স্মার্ট বন্ধুদের সামনে গেঁয়ো সন্ধ্যা আসুক। কারণ সে জানে, সন্ধ্যার সাজ-পোশাকের কারণে তার বন্ধুরা হাসিঠাট্টা করতে পারে।

আরও পড়ুনঃ যাদবপুরের ছাত্রী থেকে জি বাংলার ফুলকি! রইল দ্বিতীয় বর্ষের ছাত্রী দিব্যানির অজানা কাহিনী

Sandhyatara, Sandhyatara serial Sandhya and Akashneel

অন্যদিকে সন্ধ্যাও হাল ছাড়তে নারাজ। স্বামীর বন্ধুরা আসছে বলে গ্রাম্য সাজ ছেড়ে একদম আধুনিক সাজে সেজে ওঠে সে। স্ত্রীকে নতুন লুকে দেখে কিছুক্ষণের জন্য হাঁ হয়ে যায় আকাশনীল। সন্ধ্যার দিক থেকে চোখ ফেরাতে পারে না সে। এই প্রথম সন্ধ্যাকে দেখে মুগ্ধ হল তার স্বামী।

আরও পড়ুনঃ মেঘের জীবন ছারখাড় করে নীলের বউ হওয়ার স্বপ্নে মগ্ন ময়ূরী! ফাঁস ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

যদিও শেষ পর্যন্ত আকাশনীলের বন্ধুদের সামনে সন্ধ্যাকে ঠাট্টার পাত্র হতে হয়েছে। সৌজন্যে খনপ্রভার চক্রান্ত। কার্টুন সাজিয়ে, নেশা করিয়ে সন্ধ্যাকে আকাশের বন্ধুদের সামনে পাঠান তিনি। ছেলের বৌকে এই অবস্থায় দেখে রেগে আগুন হয়ে যান বিজয়া মাঠান। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হবে, খনপ্রভার চক্রান্ত সবার সামনে ফাঁস হয়ে গিয়েছে। এবার তাকে কী শাস্তি দেওয়া হয় সেটাই দেখার।