• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণাকে হারিয়ে জি বাংলার ‘সেরা নায়িকার’ পুরস্কার জিতল কে? নাম দেখেই রাগে ফুঁসছে দর্শকরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেশ অনুষ্ঠিত হল চলতি বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sansar Award 2024)। শীঘ্রই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হবে এই তারকাখচিত অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এই বছরও যোগ্য কলাকুশলীদের সম্মানিত করল চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে চলতি বছরের বিজেতাদের নাম।

২০২৪ সালের সোনার সংসার অ্যাওয়ার্ডে (Sonar Sansar Award) সেরার খেতাব কারা জিতবে তা নিয়ে সমাজমাধ্যমে অনেকদিন ধরেই চর্চা-আলোচনা চলছিল। অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছিল, ততই বাড়ছিল দর্শকদের কৌতুহল। অবশেষে সামনে এল বিজেতাদের নাম। ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে চলতি বছরের সেরা নায়িকার পুরস্কারজয়ীর নাম।

   

Zee Bangla Sonar Sansar Award 2024 promo on air

সদ্য আয়োজিত সোনার সংসার অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা। সৃজন-পর্ণা, মেঘ-নীল থেকে শুরু করে রোহিত-ফুলকি, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। নাচে-গানে জমে উঠেছিল চলতি বছরের সোনার সংসার অ্যাওয়ার্ডের সন্ধ্যা।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় অনুষ্ঠানের নানান ঝলক ভাইরাল হয়েছে। সেই সঙ্গেই কোন বিভাগে কারা জয়ী হয়েছেন ফাঁস হয়েছে সেই লিস্টও। যা নিয়ে নানান ধারাবাহিকের ফ্যান পেজগুলির মধ্যে আবার মতবিরোধও পরিলক্ষিত হচ্ছে।

Ankita Mallick, Ankita Mallick fees

শোনা যাচ্ছে, ২০২৪ সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা নায়িকার পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন জি বাংলার আর এক টপার সিরিয়াল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) দর্শকরা।

আরও পড়ুনঃ অপদার্থ বাবা সুর্যর জন্য হারিয়ে গেল সোনা রূপা! চিন্তায় পাগলপারা দীপা, ফাঁস চোখে জল আনা পর্ব

তাঁদের দাবি, সেরা নায়িকা পুরস্কারের যোগ্য দাবিদার পর্ণা (Parna) ওরফে পল্লবী শর্মাও (Pallavi Sharma)। অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্ণা চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। তাহলে পল্লবীকে কেন সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা নায়িকার পুরস্কার দেওয়া হল না? এই নিয়ে ‘নিম ফুলের মধু’র বহু দর্শক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জাহির করেছেন। জগদ্ধাত্রী নায়িকা অঙ্কিতা নিঃসন্দেহে সেরা নায়িকা হওয়ার যোগ্য, তবে পর্ণা অভিনেত্রী পল্লবীও কোনও অংশে কম যান না, এটাই মত তাঁদের।