• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকা শ্বেতার সিরিয়াল শেষ হতেই ‘নিম ফুলের মধু’ ছাড়ছেন রুবেল! খবর শুনেই মাথায় বাজ দর্শকদের

Published on:

Is Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan actor Rubel Das leaving the serial

Rubel Das leaving Neem Phooler Madhu rumors: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। পল্লবী শর্মা এবং রুবেল দাস (Rubel Das) অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। খুব কম সময়ের মধ্যেই পর্ণা-সৃজনের দুষ্টুমিষ্টি জুটি দর্শকদের মনে স্থান করে নিয়েছে। তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে, রুবেল তথা পর্দার সৃজন (Srijan) নাকি সিরিয়াল ছাড়তে চলেছেন!

সাম্প্রতিক অতীতে জি বাংলার পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। যে কারণে পথচলা শেষ হয়েছে পুরনো ধারাবাহিকগুলির। সদ্য শুরু হওয়া ‘ফুলকি’কে স্থান করে দিতে গিয়েই যেমন শেষ হয়েছে ‘সোহাগ জল’। সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা আবার ঘটনাচক্রে রুবেলের প্রেমিকা।

Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das and Sweta Bhattacharya love story

জি বাংলারই ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন রুবেল এবং শ্বেতা। সেখানে কাজ করতে গিয়েই প্রেম পর্ব শুরু হয় তাঁদের। ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার পর আলাদা আলাদা প্রোজেক্টে কাজ করছেন রুবেল এবং শ্বেতা। দু’জনে জি বাংলার হাত ধরে কামব্যাক করলেও শ্বেতার সিরিয়াল ‘সোহাগ জল’ টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি। বরং ধারাবাহিকটি একাধিকবার বিতর্কে জড়িয়েছে।

অপরদিকে রুবেলের ‘নিম ফুলের মধু’ বাস্তবধর্মী ট্র্যাক দেখিয়ে বারবার আদায় করে নিয়েছে দর্শকদের প্রশংসা। নায়ক-নায়িকা সৃজন এবং পর্ণা তথা রুবেল এবং পল্লবীর রসায়নও ভীষণ পছন্দ দর্শকদের। তবে এখন শোনা যাচ্ছে, সেই জুটিতে নাকি ভাঙন ধরতে চলেছে। ‘নিম ফুলের মধু’র সাম্প্রতিক পর্ব দেখে তেমনটাই আঁচ করেছেন দর্শকরা।

আরও পড়ুনঃ ১৪ বছর ইন্ডাস্ট্রিতে থেকেও, বড়পর্দায় সাফল্য অধরা! বিস্ফোরক ‘বাহা’ অভিনেত্রী রণিতা

Rubel Das Neem Phooler Madhu, Neem Phooler Madhu Srijan and Parna

আরও পড়ুনঃ বিয়ের ছবি দেখে সূর্য-দীপাকে ভুল বুঝল সোনা! ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে আরও এক মোড়ঘোরানো পর্ব

সিরিয়ালের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সৃজন যেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখানে তাঁর কথাবার্তা জয়েনিং ডেট অবধি এগোলেও সে কিছুতেই চাকরি পাচ্ছে না। তবে এই কাণ্ডের পিছনে যে তিন্নির হাত রয়েছে তা ধরে ফেলেছে পর্ণা। শেষে অনেক চেষ্টা করে, তিন্নিকে শায়েস্তা করে একটি চাকরি জোগাড় করে সৃজন। তবে সেই চাকরির জন্য তাঁকে বাড়ি ছেড়ে গুজরাট চলে যেতে হবে।

প্রাণের চেয়েও প্রিয় ‘বাবু’ চাকরি পেয়ে গুজরাট চলে যেতে পারে শুনে সৃজনের মা কৃষ্ণার মাথায় কার্যত বাজ পড়েছে। অপরদিকে অশনি সংকেত দেখছেন দর্শকরাও। তাহলে কি সিরিয়াল ছেড়ে দিচ্ছে রুবেল, সেই জন্যই সৃজনকে বাইরে পাঠিয়ে দেওয়ার ট্র্যাক আনা হয়েছে? অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। যদিও রুবেল কিংবা ‘নিম ফুলের মধু’ নির্মাতারা এখনও এই বিষয়ে কিছু বলেননি। আপাতত অপেক্ষা করা ছাড়া দর্শকদের কাছে আর কোনও উপায় নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥