• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৪ বছর ইন্ডাস্ট্রিতে থেকেও, বড়পর্দায় সাফল্য অধরা! বিস্ফোরক ‘বাহা’ অভিনেত্রী রণিতা

Updated on:

All you need to know about Ishtikutum serial Bahamoni actress Ranita Das

All you need to know about Ishtikutum serial Bahamoni actress Ranita Das:: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রনিতা দাস (Ranita Das)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘বাহামণি’ (Bahamoni) নামেই অনেক বেশি জনপ্রিয়।  দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৪ বছর কাটিয়ে ফেলেছেন ছোট পর্দার এই মিষ্টি নায়িকা। দীর্ঘদিনের অভিনয় জীবনে বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছেন রণিতা।

তবে দুঃখের বিষয় এই ছোট পর্দায় চূড়ান্ত সফল হলেও আজ পর্যন্ত বড় পর্দায় সফল হতে পারেননি অভিনেত্রী। এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে রণিতা বলেছেন ‘এ বার আমি বড় পর্দায় সেই সাফল্যের স্বাদ পেতে চাই। সেই দিকেই এগোচ্ছি’। প্রসঙ্গত এখনকারদিনে বেশিরভাগ বাংলা সিরিয়ালের নায়িকারই ছোট পর্দায় সাফল্য পেতেই সুযোগ পেয়ে যাচ্ছেন বড় পর্দায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,রণিতা দাস,Ranita Das,ইষ্টিকুটুম,Ishtikutum,বাহামণি,Bahamoni,অজানা কথা,Unknown Facts

কিন্তু রণিতার ক্ষেত্রে কিন্তু এমনটা  হয়নি। ঝুলিতে একাধিক হিট সিরিয়াল থাকার পরেও ১৪ বছরের কেরিয়ারে বড়পর্দায় অসফল থেকে গিয়সহন অভিনেত্রী। এপ্রসঙ্গে এদিন আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী জানিয়েছেন খারাপ লাগা না থাকলেও এবার তিনি বড়পর্দাতেও সাফল্যলের সেই স্বাদ পেতে চান। অভিনেত্রীর কথায় ‘খারাপ লাগে না আমার। আমি ছোট পর্দায় যে সাফল্য পেয়েছি, অনেকে আবার সেটা পায়নি। মাচা করার সময় জনপ্রিয়তার সেই স্বাদ পেয়েছি’।

প্রসঙ্গত অভিনয়ে আসার অনেক আগে থাকি নাচের সাথে যুক্ত যুক্ত ছিলেন রনিতা। একটি নাচের রিয়ালিটি  শোতে যোগ দিয়েই রাতারাতি ভাগ্য বদলে যায় অভিনেত্রীর। সেই শো শেষ হওয়ার পরেই একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রণিতা। সেই সিরিয়ালটি তিন মাসের মাথায় বন্ধ হয়ে গেলেও তার ছয় মাস পরেই স্টার জলসা ‘ধন্যি মেয়ে’ সিরিয়ালের জন্য ডাক পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বাপ্পি লাহিড়ীকে অপমান! সবার সামনে বঙ্গ তনয়কে যাচ্ছেতাইভাবে অপমান করেছিলেন রাজ কুমার

বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,রণিতা দাস,Ranita Das,ইষ্টিকুটুম,Ishtikutum,বাহামণি,Bahamoni,অজানা কথা,Unknown Facts

তবে এদিন রণিতা জানিয়েছেন তিনি তেমন কিছু ভেবে অভিনয় যাত্রা শুরু না করলেও এই কাজটা করতে উপভোগ করেন বলেই এত বছর টিকে রয়েছেন। পরবর্তীতে ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহামণি চরিত্রটি করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন রণিতা। যদিও মাঝপথে তিনি এই চরিত্রটি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এখন তার জন্য আফসোস হয় কিনা জানতে চাওয়া হলে এদিন রণিতা বলেছেন ‘বাহা চরিত্রটা আমার জীবনের এমন একটা অতীত যেখান থেকে পেয়েছি অনেক কিছু’।

আরও পড়ুনঃ ১৮০টা সিনেমা ফ্লপ করেও কাঁপিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’! নায়ক নয় ইনিই বাংলার আসল সুপারস্টার

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘ইষ্টি কুটুম আমার জীবনের অনন্য সম্পদ। জীবনে যখন ভালো কিছু আসে তার বিনিময়ে অনেক কিছু দিতে হয়।’ এরপর সিরিয়াল বাহামণি চরিত্রটি ছাড়ার কারণ জানিয়ে এদিন রণিতা  জানান সে সময় তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন না, তার শিরদাঁড়ের সমস্যা হয়েছিল। যার জন্য সেই সময় নিজের স্বাস্থ্য কে গুরুত্ব দিতে চরিত্রটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,রণিতা দাস,Ranita Das,ইষ্টিকুটুম,Ishtikutum,বাহামণি,Bahamoni,অজানা কথা,Unknown Facts

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্কে ফাটল ধরেছে রণিতার। এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে এদিন অভিনেত্রী স্পষ্ট করে কিছু না জানালেও বলেছেন ‘আপাতত শুধুই ‘মায়া’র মধ্যে আছি আমি। আর সম্পর্ক এক একটা সময় তৈরি হয়। সেটার একটা সময়সীমা থাকে। আমার মনে হয় কোনও কিছু সঠিক ভাবে না চললে সেটাকে টেনে লম্বা করার কোনও মানে নেই। সেটাকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় রাখা উচিত। কারণ সেটা যত বাড়ানো হবে ততই তিক্ততা বাড়বে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥