• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে হিট হতেই রাজনীতির ময়দানে মিঠাই? সৌমিতৃষার পোস্ট দেখেই বাড়ছে জল্পনা

Updated on:

Soumitrisha Kundu,Tollywood,Actress,Politics,Tollywood actress,Mithai,Bengali serial,Bengali serial actress,Tollywood news,সৌমিতৃষা কুণ্ডু,টলিউড,অভিনেত্রী,রাজনীতি,টলিউড অভিনেত্রী,মিঠাই,বাংলা সিরিয়াল,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,টলিউডের খবর,Soumitrisha Kundu politics,Entertainment,Entertainment news,Bangla khobor,সৌমিতৃষা কুণ্ডু রাজনীতি,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

ছোটপর্দা কাঁপিয়ে শীঘ্রই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন দর্শকদের প্রিয় ‘মিঠাই’ (Mithai) থুড়ি সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। হয়ে উঠেছেন সিরিয়ালপ্রেমী দর্শকদের ঘরের মেয়ে। এবার সেই সৌমিতৃষাই সুপারস্টার দেবের (Dev) হাত ধরে সিনেদুনিয়ায় ডেবিউ করতে চলেছেন। তবে তার আগেই মহালয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

দিনকয়েক আগে ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্ব চলাকালীন ‘মিঠাই’ অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আগামী বছর মহালয়ায় তাঁকে দেখা যাবে কিনা? উত্তরে সৌমিতৃষা বলেন, ‘না’। সেই সঙ্গে এও জানান, মহালয়ায় পারফর্ম করতে তাঁর ভালোলাগে না। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর এই পোস্ট। যে কারণে তুমুল ট্রোলড হতে হয় তাঁকে।

Tollywood actress Soumitrisha Kundu says I don’t enjoy performing in Mahalaya

সেই ঘটনার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন সৌমিতৃষা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন দেবের ‘প্রধান’ ছবির নায়িকা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শিশু তার মাসির পোশাকের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, শিশুটির সবুজ রঙ পছন্দ নয়।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে সব সীমা পার! খাবারে বিষ মেশাবে মিশকা, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

এই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছোটপর্দার মিঠাইরানী লেখেন, ‘এই শিশুটা আমি। যে সবুজ রঙ দেখে প্রভাবিত হয় না’। সৌমিতৃষার এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর তরজা শুরু হয়েছে। অনেকেই এর সঙ্গে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পেয়েছেন।

আরও পড়ুনঃ নায়ক থেকে সোজা খলনায়ক! ভালোমানুষি ছেড়ে এবার নেগেটিভ চরিত্রে ছোটপর্দার ‘নিখিল’

Soumitrisha Kundu, Soumitrisha Kundu Instagram post

আসলে কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, আসন্ন ভোটে রাজ্যের শাসকদলের হয়ে দেখা যাবে সৌমিতৃষাকে। চলতি বছর ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করেন এই টেলি নায়িকা। এরপর থেকেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

নেটিজেনদের একাংশের প্রশ্ন, সৌমিতৃষা নিজের সাম্প্রতিক ইনস্টা স্টোরির মাধ্যমে কি সেই জল্পনাতেই ইতি টানলেন? সোজাসুজি জবাব না দিয়ে ইঙ্গিতে কি কিছু বোঝালেন ‘মিঠাই’ নায়িকা? প্রশ্ন হাজার থাকলেও উত্তর মেলেনি একটিরও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥