• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুলতে বিরাট চমক, ‘কার কাছে কই মনের কথা’য় এবার আসছে পুতুলের বিয়ের ট্র্যাক!

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Putul,Sritama Bhattacharjee,Actress,Bengali serial actress,Marriage,Television,TV serial,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,পুতুল,শ্রীতমা ভট্টাচার্য,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,বিয়ে,টেলিভিশন,টিভি সিরিয়াল

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। ‘মা’, ‘ইচ্ছে নদী’ সহ একাধিক হিট ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। নেগেটিভ হোক বা পজিটিভ, সব ধরণের চরিত্রে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে শ্রীতমা অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’য় (Kar Kache Koi Moner Kotha)

কয়েকমাস আগে পথচলা শুরু হয়েছে মানালি দে, দ্রোণ মুখোপাধ্যায় অভিনীত এই সিরিয়ালের। এখানে পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে শ্রীতমাকে। নায়ক পরাগের (Parag) বোন পুতুলের (Putul) চরিত্রে অভিনয় করছেন তিনি। সাইড রোল হলেও ইতিমধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে সে। বোকা-সোকা হলেও পুতুল যেভাবে সবসময় শিমুলের (Shimul) পাশে থাকে তা ভীষণ পছন্দ করেন সকলে।

Kar Kache Koi Moner Kotha Putul, Sritama Bhattacharjee

সম্প্রতি সেই পুতুল তথা শ্রীতমারই একটি ভিডিও (Video) শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায় (Social Media)। সেই ভিডিওয় বিয়ের সাজে দেখা যাচ্ছে পর্দার ‘পুতুল রানী’কে। পরনে রানী রঙা শাড়ি, শরীর ভর্তি গয়না, গলায় মালা আর মাথায় সিঁদুর- একেবারে নববধূর বেশে ধরা দিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ চোখ বুজে চুম্বনে মত্ত, নবনীতাকে ভুলে কোথায় মজলেন জিতু? ছবি ভাইরাল হতেই হুলুস্থূল নেটপাড়া

Sritama Bhattacharjee, Kar Kache Koi Moner Kotha Putul

আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

তবে পুতুল অবশ্য একা নন, সেই ভিডিওয় দেখা মিলেছে তার স্বামীরও! সেই ব্যক্তির নাম হল কুষাণ আচার্য। পেশায় তিনি একজন মডেল এবং ভিডিও ক্রিয়েটার। পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। তাহলে কি সত্যিই এবার ‘কার কাছে কই মনের কথা’য় শিমুলের ননদের বিয়ের ট্র্যাক আসতে চলেছে? শ্রীতমার নতুন লুকের ভিডিও দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।


জানিয়ে রাখি, শ্রীতমার নববধূর এই লুক ধারাবাহিকের জন্য নয়, বরং একটি গয়নার বিজ্ঞাপনের জন্য। ‘কার কাছে কই মনের কথা’র ট্র্যাকের সঙ্গে এর কোনও যোগ নেই। তবে সিরিয়ালের জন্য হোক বা বিজ্ঞাপনের জন্য, শ্রীতমার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে দর্শকদের। অভিনেত্রীর ভিডিওয় কমেন্ট করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥