• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

থাকা-খাওয়া ফ্রি, লাগবে শুধু যাতায়াতের খরচ! এবার শীতে সস্তার ‘থাইল্যান্ড’ প্যাকেজ আনল IRCTC

ঘুরতে যাওয়ার নাম শুনলেই ছোট বড় সবার মন ভালো হয়ে যায়। বিশেষ করে বিদেশে যাওয়ার হলে তো আর কথাই নেই, আনন্দে আত্মহারা হয়ে ওঠেন অনেকেই। কিন্তু শখ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই বাজেটের অভাবে বিদেশ ঘোরা হয়ে ওঠে না। ছবি চিন্তা নেই এবার রীতিমত জলের ধরে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ নিয়ে এল আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)

এবার প্রশ্ন কোন দেশে ঘোরার সুযোগ মিলছে? উত্তর হল থাইল্যান্ড (Thailand)। অনেকেরই স্বপ্ন থাকে থাইল্যান্ডের নীল জলরাশি ঘেরা সমুদ্রের পাড়ে সাদা বালিতে সময় কাটাবেন। তাছাড়া থাইল্যান্ডের নাইট লাইফ ও বেশ জমজমাট। তাই আপনাদের জন্যই এক দুর্দান্ত থাইল্যান্ড ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। আজকের এই প্রতিবেদনে এই প্যাকেজ সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের।

   

Thailand Tourism by IRCTC

আইআরসিটিসি থাইল্যান্ড ট্যুর প্যাকেজ (IRCTC Thailand Tour Package)

থাইল্যান্ডের এই ট্যুর প্যাকেজে আপনাকে প্লেনে করে নিয়ে যাওয়া ও ফেরত নিয়ে আসা হবে। তবে এই ভ্রমণ শুরু হবে লখনউ থেকে। তাই আপনাকে শুরুর দিনে লখনউ পৌঁছে যেতে হবে। প্যাকেজে মোট ৫ রাত ও ৬ দিনের থাইল্যান্ড ভ্রমণ থাকবে লখনউ থেকে থাইল্যান্ড ও থাইল্যান্ড থেকে পুনরায় লখনউ। আগামী ৮ই ডিসেম্বর লখনউ বিমানবন্দর থেকে রাত ১১.০৫ মিনিটে প্লেন ছাড়বে, যা ১৩ই ডিসেম্বর আপনাকে আবারও ফেরত আনবে।

আরও পড়ুনঃ মাটির উপর সবুজ স্বর্গ! রইল মাত্র ২০০০ টাকায় শীতে অফবিট এই পাহাড়ি গ্রামে ঘোরার সেরা ঠিকানা

IRCTC এর এই প্যাকেজের নাম স্পার্কলিং থাইল্যান্ড এক্স লখনউ (Sparkling Thailand Ex Lucknow)। এই প্যাকেজ নিলে আপনি থাইল্যান্ডের ব্যাংকক ও পাটায়াতে থাকা সি বিচ থেকে লোকাল সাইট সিইং করতে পারবেন। প্যাকেজের মধ্যেই যাওয়া ও আসার বিমানের ভাড়া, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ ও রাতের ডিনারের দাম ধরা রয়েছে। এবার প্রশ্ন হল মোট খরচ কত? এর উত্তর একটু আলাদা, কারণ আপনি একা যেতে চাইলে খরচ বেশি, কিন্তু একাধিক লোক  একসাথে গেলে খরচ প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত কমে যাবে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

Thailand Tourism by IRCTC 1

আরও পড়ুনঃ এক নিমেষে দূর সারা বছরের ক্লান্তি! অফবিট এই পাহাড়ি গ্রামে একবার গেলে চাঙ্গা হয়ে যাবে শরীর-মন

কেউ যদি একা থাইল্যান্ডের এই প্যাকেজ নিতে চান সেক্ষেতের মোট ৬৯,৮০০ টাকা খরচ পর্বে। কিন্তু যদি তিন জন বা তার বেশি যান সেক্ষেত্রে খরচ হবে ৬০,৩০০ টাকা। এক ধাক্কায় তিন জনের ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা বেঁচে যেতে পারে। এছাড়াও যদি আপনার সাথে ৫-১১ বছর বয়সী কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে তার জন্য মাত্র ৫৫,২০০ টাকা দিতে হবে। আর যদি ২-১১ বছর বয়সী কোনো বাচ্চার জন্য আলাদা করে বিছানা বুক না করেন সেক্ষেত্রে ভাড়া হবে ৫১,১০০ টাকা। তাই আপনারও যদি থাইল্যান্ড ভ্রমণের বাসনা থেকে থাকে আজই এই প্যাকেজ বুক করে নিতে পারেন।

site