• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে মিটল মান-অভিমান, আরও কাছাকাছি পর্দার দেওর-বৌদি, ভাইরাল আদুরে ছবি

Updated on:

Ipshita celebrates Arnab's birthday photo goes viral

একই সিরিয়ালে অভিনয়ের সুবাদেই তাঁরা  অনস্ক্রিন দেওর-বৌদি। যদিও বাস্তবে গত বছরেই আইনত বিয়ে হয়ে গিয়েছে তাঁদের। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ঈপ্সিতা  মুখোপাধ্যায়ের (Arnab Banerjee & Ipshita Mukherjee)। জি বাংলার ‘আলো ছায়া’ সিরিয়ালের পর স্টার জলসার পর্দায় সদ্য শুরু হওয়া ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালেও দেওর বৌদির চরিত্রের অভিনয় করছেন তাঁরা।

এই নিয়ে পরপর দুটি সিরিয়ালে অনস্ক্রিন দেওর-বৌদি এই রিয়েল লাইফ জুটি। ৩০ সেপ্টেম্বর শুক্রবার অর্ণবের জন্মদিন।  মাঝরাত থেকেই শুরু হয়েছে অভিনেতার জন্মদিনের সেলিব্রেশন। গত রাতেই দাবার বোর্ডের ওপর গুটি সাজানো থিমের   কেক নিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন ঈপ্সিতা। এদিন সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে দুজনের একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ঈপ্সিতা মুখার্জী,Ipsita Mukherjee,অর্ণব ব্যানার্জী,Arnab Banerjee,নতুন সিরিয়াল,New Serial,বার্থডে সেলিব্রেশন,Birthday Celebration

বার্থডে সেলিব্রেশনের সেই ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী  লিখেছেন ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অর্ণব।’  অভিনেত্রী ছাড়াও অর্ণবকে এদিন জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার অসংখ্য অনুরাগী। তবে সেই সাথে সকলে জানিয়েছেন তারা প্রত্যেকেই এই জুটিকে, সব সময় এভাবেই একসাথেই দেখতে চান।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! কূটকচালি নয় আসছে ভুতুড়ে প্রেমকাহিনী, ভাইরাল ‘তুমি আশেপাশে থাকলে’র ট্রেলার

প্রসঙ্গত আলো ছায়া সিরিয়ালের সূত্র ধরে সূত্রের প্রেমের সূত্রপাত হওয়ার পর বেশ  কয়েক বছর চুটিয়ে প্রেম করেছিলেন এই জুটি। তারপর গত বছরেই আইনি বিয়ে সম্পন্ন হয় তাঁদের। শোনা গিয়েছিল গত বছরের শেষের দিকেই সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল অর্ণব ঈপ্সিতার। কিন্তু মাঝে শুরু হয় পরকীয়ার গুঞ্জন।

আরও পড়ুনঃ কূটনী শাশুড়ি থেকে প্রিয় সখী! শিমুলের প্রতি মধুবালার ব্যবহার পাল্টাতেই ধন্য ধন্য করছে দর্শকেরা

Arnab Banerjee & Ipshita Mukherjee will be seen together in new serial Jol Thoi Thoi Valobasa

শোনা গিয়েছিল সহ অভিনেত্রীর সাথে সম্পর্কে রয়েছেন তিনি। যার আঁচ এসে পড়েছিল অর্ণব-ঈপ্সিতা জুটির সম্পর্কের ওপরেও। ফলে বেশ কিছুদিন আলাদাও থাকতে শুরু করেছিলেন তাঁরা। কিন্তু কিছুদিনের মধ্যেই বিজন বাড়িতে দুজনের হাসিমুখের একটি মিষ্টি ছবি শেয়ার করে সমস্ত জল্পনা জল ঢালেন এই জুটি। এখন আবার মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একসাথে দেখতে পাওয়া যায় তাঁদের। এখন অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন কবে তাঁদের সামাজিক বিয়েটা কবে হবে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥