• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মতিভ্রম হয়েছিল তখন’! ইন্ডিয়ান আইডলে জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কথা জানালেন কুমার শানু

Updated on:

এ আর রহমানের অফার ফিরিয়েছিলেন কুমার শানু, Indian Idol 14 Kumar Sanu reveals why AR Rahman did not work with him and Alka Yagnik

‘ইন্ডিয়ান আইডল ১৪’র (Indian Idol 14) মঞ্চে এখন সুখবিন্দর সিং (Sukhwinder Singh) স্পেশ্যাল পর্ব চলছে। প্রত্যেক প্রতিযোগী সুরের সুলতানের গাওয়া নানান গান পারফর্ম করছে। গায়কের সামনে এদিন ‘ছাইয়া ছাইয়া’ গানটি গেয়ে শোনান বাংলার শুভদীপ দাস। যা শোনার পর রীতিমতো মুগ্ধ হয়ে যান সকলে। সেই সঙ্গেই কুমার শানু ফাঁস করেন কেন এ আর রহমানের সঙ্গে কাজ করা হয়নি তাঁর।

সম্প্রতি সোনি টিভির তরফ থেকে ‘ইন্ডিয়ান আইডল’র (Indian Idol) আসন্ন পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সুখবিন্দর সিংয়ের সামনে দাঁড়িয়ে তাঁরই গাওয়া আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’ পারফর্ম করছেন শুভদীপ। গান গাওয়া শেষ হতেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন প্রত্যেক বিচারক। শ্রেয়া ঘোষাল, সাদা নয়, এবার নীল আধার কার্ড! কারা পাবেন?, বিশাল দদলানির পাশাপাশি সুখবিন্দর সিংও প্রশংসায় ভরিয়ে দেন এই বঙ্গ তনয়কে।

Subhadeep Das Sukhwinder Singh Indian Idol 14

শুভদীপের প্রশংসা করে ‘ছাইয়া ছাইয়া’র আসল গায়ক বলেন, ‘আজ থেকে এটা শুধুমাত সুখবিন্দর সিংয়ের গান নয়। এটা তোমারও গান। রহমান সাহেব এই গানটি দারুণভাবে তৈরি করেছিলেন’। সুরের সুলতানের মুখে এ আর রহমানের (AR Rahman) নাম শোনামাত্রই নস্ট্যালজিক হয়ে পড়েন শানু।

আরও পড়ুনঃ শত দুঃখের মাঝে প্রেম দিল উঁকি, জমবে দীপা-অর্জুন জুটি? ফাঁস ‘বসন্তে ভ্যালেন্টাইন’ স্পেশাল পর্ব

স্মৃতি হাতড়ে গায়ক বলেন, ‘তোমাদের একটা জিনিস জানা নেই, আমি সেটা বলছি। ‘রোজা’ যখন তৈরি হচ্ছিল, তখন রহমান সাহেব আমায় এবং অলকাকে এই ছবির সব গান গাওয়ার জন্য ফোন করেছিলেন। কিন্তু তখন আমাদের মতিভ্রম হয়েছিল’।

Kumar Sanu reveals why he never worked with AR Rahman

খানিকটা আক্ষেপের সুরে এরপর শানু বলেন, ‘আমরা ওনাকে বলেছিলাম, আমরা ভীষণ ব্যস্ত। আপনাকে তাহলে বম্বে এসে এই গান রেকর্ড করতে হবে’। শানু-অলকার একথা মানতে পারেননি রহমান সাহেব। পরবর্তীকালে অন্য শিল্পীদের দিয়ে ‘রোজা’ ছবির গান গাওয়ান তিনি।

আরও পড়ুনঃ বয়সকালে দেখার কেউ নেই! স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী

নিজের ভুল স্বীকার করে শানু এরপর বলেন, ‘ওটা একটা বিরাট ভুল ছিল। অনেক বড় মিস করেছিলাম আমরা। পরে অন্য কাউকে দিয়ে সেই গানগুলো গাওয়ানো হয়। এরপর যখন গানগুলি রিলিজ হয় তখন শুনি, জানতে পারি। কিন্তু সেই সময় ওটা ভুল করেছিলাম। আফসোসও। এরপর থেকে রহমান সাহেব আর আমাদের কখনও ডাকেননি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥