• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহু মানুষের সাথে সম্পর্কে ঠকেছি! স্বামীর পাশে বসেই পুরোনো প্রেম নিয়ে বিস্ফোরক ইমন চক্রবর্তী

বাংলা সংগীতের জগতে ইমন চক্রবর্তী (Iman Chakraborty) নামটা বেশ পরিচিত। রবীন্দ্র সংগীত হোক বা লোকগীতি সবেতেই ভক্তদের মুগ্ধ করেছেন গায়িকা। তবে গান ছাড়াও ব্যক্তিগত জীবনের কারণে বহুবার চর্চায় উঠে এসেছেন তিনি। বিশেষত তাঁর প্রেম জীবন নিয়েও আগ্রহের শেষ নেই নেটিজেনদের মধ্যে। অবশ্য বর্তমানে ইমন বিবাহিত। দুবছর আগেই সরকার নীলাঞ্জন ঘোষের সাথে সাত পাকে ঘুরেছেন গায়িকা।

বিয়ের আগে একাধিকবার সম্পর্কে জড়িয়েছিলেন ইমন। নিজের থেকে বয়সে ছোট শোভন গাঙ্গুললীর সাথে প্রেম চলাকালীন ব্যাপক চর্চায় ছিলেন তিনি। সম্প্রতি স্বামীকে নিয়েই এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ইমন চক্রবর্তী। সেখানে পুরোনো প্রেম সম্পর্কে মুখ খুলেছেন তিনি।

   

Iman Chakraborty Youtube Suddenly closed Singer reacted on social media

ইমন জানান, ‘আমি জীবনে বহু মানুষের সাথে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি। হয়তো সেও তার দিক থেকে ভালো আমিও আমার দিক থেকেই ভালো, কিন্তু এই তালাটা এই ছবিটার জন্য নয় বুঝেছি’। এই কথা শেষের পরেই পাশে বসে থাকা বরের দিকে দেখিয়ে ইমন বলেন, ‘এই তালাটা এই ছবিটার জন্যই। এটা ওপর থেকে হয়ে এসেছে। আমার জন্য নীলাঞ্জনকে বানিয়েছে।

আরও পড়ুনঃ ‘একটা চড় দেব…’! কেন দীপঙ্কর দে’কে মারতে চেয়েছিলেন সত্যজিৎ-পত্নী? কারণ সত্যিই চমকে দেওয়ার মত

গায়িকার মতে, ‘ উপরওয়ালা আমার জন্যই নীলাঞ্জনকে বানিয়েছে। কে কাকে পেল সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসাতে জীবন কাটাচ্ছি আর ভবিষ্যতেও কাটাবো। এটাই হল আসল ব্যাপার।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

এদিন সাক্ষাৎকারে ইমনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় নীলাঞ্জনকেও। কেন ইমনকেই বেছে নিলেন তিনি? প্রথম কফি ডেটে কেমন লেগেছিল তাকে? উত্তরে ইমনই বলেন, ‘প্রথম দিন আমার কিন্তু ওকে ভীষণ অসহ্য মানুষ মনে হয়েছিল। ডেটে এসেও কেউ গান নিয়ে আলোচনা করে? আমি তো প্রথমেই রিজেক্ট করে দিয়েছিলাম। পরে অবশ্য আমার তরফ থেকেই বিয়ের প্রস্তাব যায়।

আরও পড়ুনঃ মদ খাইয়ে সৃজনকে কাছে টানবে ঈশা, ভুল বুঝবে পর্ণা! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র চরম টুইস্ট

প্রসঙ্গত, বিয়ে আগে দিদি নাম্বার অন্যান্যের মঞ্চে শোভনের সাথে প্রেমের কথা একপ্রকার স্বীকারই করে ছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে মায়ের সাথে যখন শোভন দিদি নং ১ এ আসেন তখন শোভনের মা বুজিয়ে দেন যে পুত্রবধূ হিসাবে ইমনকে মোটেই পছন্দ নয় তাঁর। এরপরেই ধীরে ধীরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তারপর ২০২১ সালে মনের মানুষের সাথে বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা।