• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় অত্যাচারী, বাস্তবে কেমন ইচ্ছে পুতুলের রূপ? স্ত্রী শালীর সাথে আড্ডায় সিক্রেট ফাঁস ফাহিমের

Updated on:

Ichheputul serial Rup Gini Mini's funny video

এই মূহুর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। ইদানিং টি আর পি তালিকাতেও বেশ ভালই ফল করছে এই সিরিয়ালটি। ধারাবাহিকে প্রধান চরিত্র মেঘ-ময়ূরী-নীল ছাড়াও গুরুত্ব পেয়েছে এই সিরিয়ালের আরো একাধিক চরিত্র। তালিকায় রয়েছে গিনি-মিনি সহ রূপের (Gini-Mini-Rup) মতো চরিত্ররাও। ধারাবাহীকে গিনি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। আর তার বোন মিনির চরিত্রে দেখা যাচ্ছে দিয়েত্তমা গাঙ্গুলিকে (Diyettama Ganguly)

ধারাবাহিকের গিনির বিপরীতে নায়ক রূপের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা ফাহিম মির্জা। ফাহিম ইতিপূর্বে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। ইচ্ছে পুতুল সিরিয়ালের আগে তাঁকে দেখা গিয়েছে জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল ‘মিঠাই’তে। ওই ধারাবাহিকে পুলিশ দাদা অর্থাৎ রুদ্রর চরিত্র টি যতটা ভালো ছিল ইচ্ছে পুতুল সিরিয়ালের রূপের চরিত্রটা ঠিক ততটাই খারাপ একটি চরিত্র ছিল।

Ichheputul serial Rup Gini Mini's funny video

ধারাবাহিকে খলনায়ক রূপের একাধিক মেয়ের সাথে সম্পর্ক। সে নিজে কোনো কাজ না করলেও বাবার টাকা উড়িয়ে ফুর্তি করে বেড়ায়। বাইরের লোকের সামনে সারাক্ষণ ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় রূপ। বাকিদের মতো গিনির সাথেও টাইম পাস করার প্ল্যান ছিল রূপের। কিন্তু ইতিমধ্যেই নানা ঘটনাক্রমে বিয়ে হয়ে গিয়েছে তাদের। আর বিয়ের পরেই গিনির  সামনে খসে পড়েছে রূপের আসল মুখোশ।

আরও পড়ুনঃ রিয়্যালিটি শো মানেই নাটক-ঝামেলা দেখিয়ে আসে TRP! বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ বিচারক কুমার শানু

অন্যদিকে গিনির বোন মিনিও কিছুটা হলেও আঁচ করতে পারছে রূপ মোটেই ভালো ছেলে নয়। এ তো গেল  সিরিয়ালের গল্প।  কিন্তু বাস্তবে এই সিরিয়ালের সমস্ত কুশলীরাই কিন্তু দারুন হাসি মজা করেই সিরিয়ালের শুটিং করেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে খোলামেলা সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন এই সিরিয়াল রূপ-গিনি এবং মিনি।

আরও পড়ুনঃ দর্শকদের জন্য দুঃসংবাদ, আচমকাই বন্ধের পথে ‘ইচ্ছে পুতুল’ ও ‘কার কাছে কই মনের কথা’! কারণ জানেন?

Ichheputul serial Rup Gini Mini's funny video

সেখানে ঠাট্টা করে পর্দার রূপ অর্থাৎ ফাহিম তার দুপাশে দাঁড়িয়ে থাকা গিনি-মিনির দিকে ইশারা করে বলেন একপাশে শালী আধি ঘরবালি আর একপাশে বউ অর্থাৎ পুরো ঘরবালি দাঁড়িয়ে রয়েছে। পর্দায় মিনি তার অনস্ক্রিন জামাইবাবুকে একেবারে সহ্য করতে পারে না। বাস্তবেও কি সেরকম? এদিন এই প্রশ্ন করতেই হেসে পরিয়ে পড়েন  উপস্থিত তিন তারকা। এদিন গিনি-মিনি দুজনেই পর্দার রূপের খাওয়া নিয়ে বেশ মজা করতে থাকেন।

তারা দাবি করেন ফাহিম নাকি সবসময়ই সেটে এসে লুকিয়ে খাবার খায়। তখনই অভিনেতার কাছে তার ডায়েটের সিক্রেট জানতে চাওয়া হলে অভিনেতা বলেন তিনি খুবই কম পরিমাণে খান আর মিষ্টি জাতীয় খাবার একেবারেই বাদ। প্রসঙ্গত ফাহিম ঐশীর থেকে অনেকটাই লম্বা। তাই শুটিংয়ের সময় রোমান্টিক দৃশ্য করতে গিয়ে তাঁদের নাকি বেশ সমস্যা হয়। তা নিয়েও এদিন পর্দার গিনির অভিযোগ উচ্চতা বেশি হওয়া নিয়ে বেশ গর্ব করেন ফাহিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥