• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রভাবশালী বন্ধু না থাকায় নায়ক থেকে খলনায়ক! ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক ‘ইচ্ছেপুতুল’র নীল

Published on:

Ichcheputul serial Souraneel actor Mainak Banerjee Opens about Raj Chakraborty's Barbad cinema

Ichcheputul serial Souraneel actor Mainak Banerjee opens up about Industry: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Ichcheputul) এর  নায়ক সৌরনীল অভিনেতা মৈনাক ব্যানার্জী (Mainak Banerjee) এখন সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ। একসময় রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করে ফেলেছেন ‘বাংলা সিরিয়ালের পাশাপাশি,সিনেমা এবং  ওয়েব সিরিজেও।

কিন্তু দীর্ঘদিন ধরে স্ট্রাগল করলেও আজ পর্যন্ত তাঁর নামের পাশে এখনও পর্যন্ত অধরা ‘নায়ক’ তকমা। এরই মধ্যে সম্প্রতি অভিনয় জীবন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নানা বিষয় নিয়ে আনন্দবাজার অনলাইনের সাথে অকপট আড্ডায় বসেছিলেন অভিনেতা। জানা যায় মৈনাকের বাবা ব্যাংকে চাকরি করতেন। অভিনেতার কথায় জানা যায় তাঁর অভিনয়ে আসার এই পদক্ষেপ প্রথমেই নাকি মেনে নেননি তাঁর বাবা।

টলিউড,Tollywood,ইচ্ছেপুতুল,Ichcheputul,জি বাংলা,Zee Bangla,সৌরনীল,Souraneel,মৈনাক ব্যানার্জী,Mainak Banerjee,রাজ চক্রবর্তী,Raj Chakraborty

তবে তার জন্য নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। মৈনাক জানান তাঁর অভিনয়ে আসার কথা শুনে তাঁর বাবা বলেছিলেন ‘মাথার ছাদ করে দিয়েছি। তুই ভবিষ্যতে নিজের খাবার জোগাড় করে নিস’। বাড়ির বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব ছিল অভিনেতার ওপর। কিন্তু মৈনাকের পাশে ছিলেন তাঁর মা। তবে এদিন পর্দার নীল জানিয়েছেন তিনি যদি অভিনেতা হতে না পারতেন তাহলে তিনি পেশাদার পর্বত আরোহী হতেন।

তার জন্য নাকি তিনি কোর্সও করেছিলেন। এক সময় নাকি ইভেন্ট ম্যানেজমেন্টেরও কাজ করেছিলেন মৈনাক। সেই সময় তাঁর কাছে একটা সিরিয়ালেরও সুযোগ এসেছিল। জুনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করার সুযোগ আসে তাঁর কাছে। কিন্তু তারপর নাকি এক বছর কাজ না পেয়ে বাড়ি বসেছিলেন তিনি। সেই সময়ে নাকি ভয়ংকর হতাশা তাকে গ্রাস করেছিল।

আরও পড়ুনঃ অভিনয়ের পাশাপাশি গানেও সুপারহিট! ছেলের সাথে ‘জগদ্ধাত্রী’র ‘কৌশিকী’র ডুয়েট দেখে মুগ্ধ নেটপাড়া

টলিউড,Tollywood,ইচ্ছেপুতুল,Ichcheputul,জি বাংলা,Zee Bangla,সৌরনীল,Souraneel,মৈনাক ব্যানার্জী,Mainak Banerjee,রাজ চক্রবর্তী,Raj Chakraborty

এরপর রবিন নাম্বিয়া আবার তাঁকে সিরিয়ালের সুযোগ দেন। সেই সময় প্রথম সিনেমারও সুযোগ আসে। তাই সেদিক দিয়ে দেখতে গেলে তার প্রথম সিনেমা হল অমরসঙ্গী।তবে এতবছরেও ইন্ডাস্ট্রিতে সেইভাবে নিজের জায়গা তৈরি করতে পারেনি মৈনাক। এক্ষেত্রে নিজের ভুল ছবি নির্বাচনের সিদ্ধান্তকে দায়ী করেছেন অভিনেতা। এছাড়া এদিন মৈনক জানিয়েছেন ভালো কাজ পেতে ইন্ডাস্ট্রির প্রভাবশালী পরিচালক বা প্রযোজকদের গোষ্ঠীর সদস্য হওয়া খুব জরুরী।

এদিন অভিনেতা জানিয়েছেন ‘আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা হয় কে কার সঙ্গে আড্ডা দিচ্ছে, কাদের সঙ্গে মিশছে। সেই নিরিখে অভিনেতাকে বিচার করা হয়। ফলে প্রস্তাবও আসে সেই মতো।’ এছাড়া এদিন রাজ চক্রবর্তীর ‘বরবাদ’ সিনেমা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মৈনক জানিয়েছেন রাজ চক্রবর্তীর বরবাদ ছবিতে নায়কের চরিত্রে নাকি তার অভিনয় করার কথা ছিল। তিনি নাকি  সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন।

আরও পড়ুনঃ অশিক্ষিত! ম্যালেরিয়া নিয়ে ভুল মন্তব্য করে তুমুল ট্রোল, ভুল বুঝতেই ক্ষমা চাইলেন সঙ্ঘশ্রী

Raj Chakraborty, Raj Chakraborty first wife

আর অদ্ভুতভাবে প্রস্তুতি নেওয়ার পরেও তাকে সরিয়ে খলনায়ক  করে দেওয়া হয়েছিল। সেই তিক্ত  অভিজ্ঞতার কথা জানিয়ে এদিন মৈনাক বলেন ‘এমন অনেক ঘটনাই  ঘটেছে জীবনে,কিন্তু ধৈর্য আমায় টিকিয়ে রেখেছে এখনও। নতুন অভিনেতাদের এটাই বলতে চাই নিজের উপরে বিশ্বাস রাখো’। তাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য মৈনাক মনে করেন ধৈর্য এবং কাজের প্রতি সততাই একমাত্র উপায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥