• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৩ বছরেই অভিনয়ে হাতেখড়ি! জনপ্রিয়তা না পেয়ে কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের সৎ বোন?

Published on:

All you need to know about Prosenjit Chatterjee's step sister Praima Chatterjeee

Prosenjit Chatterjee’s step sister Praima Chatterjeee: বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) দারুন জনপ্রিয় বাংলার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। তাঁরই দেখানো পথ অনুসরণ করে একসময় এই একই পেশায়  নাম লিখিয়েছিলেন তাঁর  দুই ছেলেমেয়ে অর্থাৎ টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং তার বোন পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee)।

তবে অনেকেই হয়তো জানেন না প্রসেনজিৎ এবং পল্লবীর মতোই তাঁদের আরও এক বোন রয়েছে। খুব অল্প বয়সেই টলিউডে ডেবিউ করেছিলেন তিনি। প্রসেনজিৎ এবং পল্লবীর এই সৎ বোন হলেন প্রাইমা চট্টোপাধ্যায় (Praima Chatterjee)। মাত্র ১৩ বছর বয়সেই বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সাহায্যেই অভিনয়নয় জগতে হাতেখড়ি হয়েছিল প্রাইমার।

Prosenjit Chatterjee and Pallavi Chatterjee, Pallavi Chatterjee bank fraud

২০০৩ সালে ‘আদরিনী’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ করেছিলেন তিনি। এছাড়া বেশ কিছু মঞ্চ নাটকেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে অভিনয় নিয়ে আর বেশি দূর এগোননি প্রাইমা। এই পেশায় সেভাবে সাফল্য না পাওয়ায় তিনি পরবর্তীতে মন দিয়েছিলেন পড়াশুনাতে। যদিও বিশ্বজিৎ চট্টোপাধ্যায় চেয়েছিলেন তাঁর মেয়ে প্রাইমারও অভিনয় জগতে বেশ নাম ডাক হোক।

কিন্তু অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়া তো দূরের কথা, জনপ্রিয়তার দিক দিয়ে নিজের দুই সৎ দাদা-দিদি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পল্লবী চট্টোপাধ্যায়ের ধারে কাছেও পৌঁছাতে পারেননি প্রাইমা। তবে সৎ বোন হলেও দাদা হিসাবে প্রসেনজিৎ কিন্তু তার সাথে ভালো সম্পর্কই বজায় রেখেছেন।  এমনকি প্রাইমার জীবনের বিশেষ মুহূর্তেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রসেনজিৎকে।

আরও পড়ুনঃ কে বলবে এক ছেলের মা! এই ছোট্ট কাজ করেই চাবুক ফিগার-ত্বকের জেল্লার ধরে রাখেন ‘মহানায়িকা’ নুসরত

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,Biswajit Chatterjee,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,প্রাইমা চট্টোপাধ্যায়,Praima Chatterjee,সৎ বোন,Step Sister,অজানা কথা,Unknown Fact

আরও পড়ুনঃ প্রেমিকা শ্বেতার সিরিয়াল শেষ হতেই ‘নিম ফুলের মধু’ ছাড়ছেন রুবেল! খবর শুনেই মাথায় বাজ দর্শকদের

অন্যদিকে বিশ্বজিৎ চ্যাটার্জির মতো জনপ্রিয় অভিনেতার মেয়ে হয়েও প্রাইমা এখন বিনোদন জগত থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন নিজেকে। লাইমলাইট থেকে দূরে নিজের মতোই জীবন যাপন করছেন তিনি। এমনকি বর্তমানে তার উপস্থিতির কথাও প্রায় ভুলতে বসেছে টলিউড ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত বাংলা সিনেমার পাশাপাশি একসময় বিশ্বজিৎ চ্যাটার্জী বলিউডেও অভিনয় করে বেশ নাম করেছিলেন।

সে সময় মুম্বাইতে থাকাকালীন ইরা চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় হয় তাঁর। বিবাহিত হয়ে এমনকি দুই সন্তানের বাবা হয়েও সে সময় তাঁরা সম্পর্কে জড়ান এবং একে অপরকে  বিয়ে করে নেন. পরবর্তীতে তাঁদের মেয়ে প্রাইমার জন্ম হয়।  সেই থেকেই বিশ্বজিৎ চ্যাটার্জির সাথে তাঁর  প্রথম পক্ষের স্ত্রীর দুই সন্তান অর্থাৎ প্রসেনজিৎ এবং পল্লবীর সম্পর্কে অবনতি হতে শুরু করে। সে কথা জানিয়েই একবার এক সাক্ষাৎকারে পল্লবী জানিয়েছিলেন তাঁর বাবার দ্বিতীয় বিয়ের পর একসঙ্গে তাঁরা আর জন্মদিনটুকুও পালন করতে পারতেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥