• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার দাদার সামনে বৌদির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে গিনি! ইচ্ছে পুতুল দেখে ক্ষোভ দর্শকদের

Published on:

Ichcheputul serial again Gini insult Megh infront of neel

Iccheputul Megh again in trouble: ইদানিং সব বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই শেষ কথা বলে টি আর পি (TRP)। তবে দর্শকদের কাছে সব সিরিয়ালের বিচার কিন্তু টি আর পি তালিকায় থাকা সংখ্যা দিয়ে হয় না। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘ইচ্ছেপুতুল’ (Ichcheputul) সিরিয়ালটিও কিন্তু দর্শকদের পছন্দের এমনই একটি সিরিয়াল। তাই টি আর পি তালিকায় পিছিয়ে পড়লেও দর্শকমহলে কিন্তু এই সিরিয়ালটির জনপ্রিয়তা বেড়ে চলেছে প্রতিনিয়ত।

ইদানিং এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক টানটান উত্তেজনা। তাই ইদানিং এই ধারাবাহিক থেকে মোটেই চোখ সরছে না দর্শকদের। যার ফলে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই সিরিয়ালটি। নিয়মিত দর্শকরা জানেন এতদিন এই সিরিয়ালের নায়িকা মেঘ (Megh) দিদি ময়ূরীর (Mayuri) মুখ বুজে সব অন্যায় সহ্য করে নিতো।

Ichcheputul serial Mayuri actress Sweta Mishra's birthday celebration

কিন্তু এখন মেঘও আর মুখ বুজে তার দিদিভাই ময়ূরীর সব অন্যায়কে আর প্রশ্রয় দেয় না। তাই মুখচোরা মেঘ এখন যেভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে উঠেছে তা ভীষণ পছন্দ করছেন দর্শক। শ্বশুরবাড়িতে চরম অপমানিত মেঘ কিছুদিন আগেই চলে গিয়েছিল তাঁর বাপির কাছে। কিন্তু পরে নীলের কথা শুনে তাকে শেষ বারের মতো একটা সুযোগ দিয়েছে মেঘ।

তাই ইতিমধ্যেই নীলের সাথে শ্বশুরবাড়ি ফিরে এসেছে মেঘ। আর শ্বশুরবাড়ি ফিরতে না ফিরতেই মেঘের সামনে হাজির নতুন চ্যালেঞ্জ। আসলে সদ্য মেঘের ননদ গিনির প্রেমিক হয়ে সিরিয়ালে এন্ট্রি হয়েছে রূপঙ্কর সান্যাল নামের এক নতুন খলনায়কের। এই রূপঙ্কর একসময় মেঘকে প্রপোজ করেছিল। কিন্তু মেঘ তাকে চড় কষিয়ে তাড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুনঃ এতদিনে মুখ খুলল লাবণ্য, মায়ের হয়ে বাবার বিরুদ্ধে বলল সোনা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,গিনি,Gini,সৌরনীল,Souroneel,খারাপ ব্যবহার,Bad Behaviour,দর্শক,Audience,ক্ষোভ,Anger

তাই মেঘ জানে এই রূপঙ্কর একেবারেই ভালো ছেলে নয়। আগেও নাকি অনেক মেয়েদের ঠকিয়েছে সে। তাই মেঘ আগে থেকেই গিনিকে সাবধান করতে যায়। কিন্তু মেঘকে যেহেতু তার ননদ গিনি প্রথম থেকেই সহ্য করতে পারে না তাই সে মেঘের কোন কথা না শুনেই আগে থাকে তাকে অপমান করে কথা শোনাতে শুরু করে।

আরও পড়ুনঃ সাদা শাড়িতেই বিয়ের পিঁড়িতে! দেখে নিন শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের সমস্ত অদেখা ছবির অ্যালবাম

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,গিনি,Gini,সৌরনীল,Souroneel,খারাপ ব্যবহার,Bad Behaviour,দর্শক,Audience,ক্ষোভ,Anger

আর এইসব কথা গিনি গিয়ে ময়ূরীকে জানাতেই মেঘকে অপদস্থ করার আরও একটা সুযোগ পেয়ে যায় ময়ূরী। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়েই ময়ূরী মেঘের নামে মিথ্যে কথা বলে গিনিকে। আর ময়ূরীর কথা শুনে বাড়ি গিয়ে গিনিও মেঘকে অপমান করতে শুরু করে দেয়। সেইসাথে তাকে প্রশ্ন করে ‘রূপঙ্কর সান্যাল তোমার ক্রাশ ছিল সেটা দাদাভাই জানে?’

https://youtu.be/V7nKPt4gC5Y

মেঘ আর গিনির সেই কথা ওপরে দাঁড়িয়েই শুনে ফেলে নীল। আর সব কথা শুনে নীল আবার মুখ ফিরিয়ে নিয়ে ঘরে চলে যায়। এখন দেখার প্রতিবারের মতো এবারও ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়ে নীল আবার মেঘকেই ভুল বোঝে কিনা? আর সেটা ভেবেই নীলের প্রতি ক্ষোভ তৈরী হয়েছে সিরিয়ালপ্রেমীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥