• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাদা শাড়িতেই বিয়ের পিঁড়িতে! দেখে নিন শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের সমস্ত অদেখা ছবির অ্যালবাম

Published on:

Shruti Das & Swarnendu Samaddar marriage photo album, Shruti Das bridal saree

Shruti Das Swarnendu Samaddar Marriage Album: সবাইকে অবাক করে দিয়ে সদ্য গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী  শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Shruti Das & Swornendu Samadaar)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের বিয়ের এক গুচ্ছ ছবি।  আগেই জানা গিয়েছিল চলতি বছরেই বিয়ে করবেন এই জুটি। কিন্তু সেই সময় শ্রুতি জানিয়েছিলেন গরমে তিনি বিয়ে করতে একেবারেই নারাজ। তাই শীতকালেই বিয়ে সারবেন তাঁরা।

কিন্তু এরই মধ্যে সবাইকে অবাক করে একেবারে ঘোর বর্ষায়, বিয়ে ছাড়লেন শ্রুতি-স্বর্ণেন্দু জুটি। তবে এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে শ্রুতির বিয়ের সাজ। সাবেকি লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না কিংবা মাথায় টোপর নয় এদিন অভিনেত্রী ধরা দিয়েছিলেন একেবারে সাদামাটা সাজে। বিয়ের দিন আর পাঁচটা বাঙালি মেয়ের মতো সাজ নয়, ছক ভেঙে  সাদা শাড়ি আর রুপোর গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,বিয়ে,Marriage,ছবির অ্যালবাম,Photo Album,রাঙা বউ,Ranga Bou,সুন্দর সাজ,Beautiful Look,ভাইরাল ছবি,Viral Photo

শুধু শাড়িতে ছিল লাল রঙের একটা বর্ডার। তাঁর সাথে রং মিলন্তি করেই সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরেছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে বিয়ে করার আপডেট দিয়েছিলেন এই জুটি। তারপর কিছুটা সাসপেন্স বজায় রেখেই প্রকাশ্যে এনেছেন নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি।

এদিন  ছবি ছবির ক্যাপশনের শ্রুতি স্বর্ণেন্দু দুজনেই লিখেছেন ‘জব তাক হে জান’। ছবিতে দেখা যাচ্ছে সামাজিক নিয়ম না মানলেও একেবারে আইন সম্মতভাবেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং একেবারে পরিবারের মানুষজনের উপস্থিতিতেই এদিন আইনি বিয়ে সেরেছেন শ্রুতি-স্বর্ণেন্দু।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,বিয়ে,Marriage,ছবির অ্যালবাম,Photo Album,রাঙা বউ,Ranga Bou,সুন্দর সাজ,Beautiful Look,ভাইরাল ছবি,Viral Photo

সই সাবুদ করে আইনি বিয়ের সারার পর এদিন জুটিতে মিলেই কেক কেক কাটলেন তাঁরা দুজন। আইনি বিয়ে সারার পরে এদিন দেখা গেল হাটু মুড়ে শ্রুতির সামনে বসে তাঁর হাতে আংটি পরিয়ে দিয়েছেন স্বর্ণেন্দু। আর তারপরেই এলো সিঁদুর দানের পালা। সিঁথি ভর্তি টুকটুকে লাল সিঁদুরে জ্বলজ্বল করছে ছোট পর্দার রাঙা বউ শ্রুতি দাসের মুখ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥