• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এক্কা দোক্কা’ শেষ হতেই সুখবর! নতুন নায়কের সাথে কামব্যাক করছেন সোনামণি, উচ্ছসিত ভক্তরা

Published on:

Ekka Dokka serial Radhika fame Sonamoni Saha comeback in a new serial

টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই এসে হাজির হচ্ছে নতুন সিরিয়াল। টিআরপির অভাবে খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় সিরিয়াল। কারও  বয়স ৩ মাস তো কারও  টেনেটুনে ছ’মাস। এটাই এখন বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়ে ইতিমধ্যে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে পরপর তিনটি নতুন সিরিয়াল।

তালিকায় রয়েছে ‘লাভ বিয়ে আজকাল’, ‘তোমাদের রানী’ এবং ‘জল থই থই ভালোবাসা’র মতো একেবারে ব্রান্ড নিউ  সিরিয়ালগুলি। এবার শোনা যাচ্ছে বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছে সুব্রত রায় প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল।স্টার জলসার এই নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন দর্শকদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। তিনি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)

Ekka Dokka serial Radhika Anirban marriage video goes viral

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে চাপে দীপা-জগদ্ধাত্রী! বেঙ্গল টপার হল কে? নতুন TRP লিস্ট না দেখলে বিশ্বাসই হবে না

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে সোনামণি অভিনীত জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। ‘মোহর’ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছিল সোনামনির এই নতুন সিরিয়াল। আর এবার শোনা যাচ্ছে এক্কা দোক্কা শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আরও একটি নতুন বাংলা সিরিয়ালের হাত ধরে কাম ব্যাক করতে চলেছেন দর্শকদের প্রিয় রাধিকা অভিনেত্রী সোনামণি।

আরও পড়ুনঃ তীর্থ থেকে ফিরেই পাল্টি! কুলাঙ্গার ছেলেদের ছেড়ে শিমুলের প্রশংসা শাশুড়ির, চোখ জুড়োলো দর্শকদের

এই নতুন ধারাবাহিকের আবার প্রধান নায়িকা রূপের ফিরছেন সোনামণি। জানা যাচ্ছে এই সিরিয়ালটি পৌরাণিক কাহিনী নির্ভর অথবা ঐতিহাসিক চরিত্রের ওপরেই হতে চলেছে। থাকতে পারে ঝাঁসির রানীর মতো বীর যোদ্ধাদের গল্পও। তবে এই সিরিয়ালের প্লট সম্পর্কে এখনও  পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য মেলেনি। আসন্ন এই ধারাবাহিকে সোনামণি সাহা নায়িকা হিসেবে নিশ্চিত হলেও তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কে অভিনয় করেছেন তা জানা যায়নি।

Sonamoni Saha will comeback soon in a new serial

টেলিপাড়া সূত্রে খবর এই মুহূর্তে নায়কের লুক সেট চলছে। সোনামণির বিপরীতে নায়ক হিসাবে  উঠে আসছে দুটি নাম।  একজন হলেন জনপ্রিয় অভিনেতা রেজওয়ান  রাব্বানী শেখ আর অন্যজন সায়ন মুখার্জি। তবে এদের মধ্যে কে নায়ক হচ্ছেন সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোন চেনা মুখ না নিয়ে এই প্রোডাকশন হাউজের তরফে নতুন কোন অভিনেতাকেও  নায়ক হিসাবে আনা হতে পারে। সবটাই ক্রমশ প্রকাশ্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥