• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা-বাবাকে বাঁচাতে সোনা-রুপাই যথেষ্ট! টিভির আগেই ফাঁস কিডনাপারদের পুলিশে দেওয়ার দুর্ধর্ষ পর্ব

Published on:

Anurager Chhowa Sona Rupa calls police on Surja Deepa's Kidnappers

টিআরপি তালিকায় নম্বর কমলেও দর্শকমহলে এখনও পর্যন্ত ক্রেজ কমেনি স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। বহুদিন ধরেই এই সিরিয়ালের দর্শকদের একটাই দাবি তা হলো নায়ক নায়িকার সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখা। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও মিশকা (Mishka) শয়তানিতে কিছুতেই মিল হচ্ছে না সূর্য দীপার।

যা দেখে এখন রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকরা। তবে এখন এই সিরিয়ালটি দর্শক মূলত দেখেন সূর্য দীপার দুই মেয়ে সোনা রুপার জন্যই। তাই ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজতেই টিভির পর্দায় সেনগুপ্ত বাড়ির দুই খুদে সদস্যের  অভিনয় দেখার অপেক্ষায় থাকেন সকলে। সদ্য প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার একটি নতুন প্রমো। সেখানে দেখা গিয়েছে অবশেষে দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

Anurager Chhowa, Anurager Chhowa promo

সূর্যের সামনে এসে গিয়েছে তার আসল ডিএনএ টেস্টের রিপোর্ট। যার মাধ্যমে সে জানতে পেরেছে সোনা-রুপা তারই  মেয়ে। এতদিন সে অকারনেই ভুল বুঝে এসেছে দীপাকে। তবে সেই সাথে প্রশ্ন উঠছে এই প্রমো ভিডিও আসলে সত্যি তো? নাকি প্রতিবারের মতো এবারও আশা দেখিয়ে আশা ভাঙবেন লেখিকা? তবে এই মুহূর্তে ধারাবাহিকের চলছে টানটান উত্তেজনার পর্ব।

আরও পড়ুনঃ নায়ক মানেই হ্যান্ডসাম নয়! অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে সবার প্রিয় ‘রূপ’ অভিনেতা দেবায়ন

গত মহাপর্বেই দুই মেয়ের কাছ থেকে চরম আঘাত পেয়ে ভয়ানক গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল দীপা। তারপর তাকে অনেক কষ্টে প্রাণে বাঁচিয়ে তুলেছিল সূর্য। কিন্তু এরই মাঝে এক জেল ফেরত কিডন্যাপারের হাতে পড়ে যায় সোনা রুপা। দুই মেয়ের বিপদের কথা আঁচ করতে পেরে হাসপাতাল থেকেই অসুস্থ শরীর নিয়ে ছুটে যায় দীপা। গত পর্বে দেখা গিয়েছে ওই জেল পলাতক খুনি সোনা রুপাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার আগেই পিছন দিয়ে এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিল দীপা।

আরও পড়ুনঃ কয়েকবছর এগিয়ে গেল গল্প, ছোট্ট কমলা-মানিকের বদলে কাদের দেখা যাবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে?

Anurager Chhowa, Anurager Chhowa Sona Rupa in serial killer trouble

তারপর কিডন্যাপার আর সূর্যের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এরপর আগামীপর্বে দেখা যাবে ওই কিডন্যাপার সূর্যের গলায় চুরি ধরতেই পিছন দিয়ে দীপা এসে ওই গুন্ডাটার চোখে মাটি ছিটিয়ে দেবে। তারপর দেখা যাবে সোনা রুপা বুদ্ধি করে দারোয়ানের হাত মুখ খুলে দিয়ে তার মোবাইল থেকে পুলিশের কাছে ফোন করবে। তারপর পুলিশ এসে একেবারে মোক্ষম সময় ওই কিডন্যাপারকে গুলি করবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রুপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,কিডন্যাপার,Kidnapper,আসন্ন পর্ব,Upcoming Episode

এই ভাবেই এদিন কিডন্যাপারের হাত থেকে রক্ষা পাবে সূর্য-দীপা সোনা রুপা সহ বাকি বাচ্চারাও। কিন্তু এরই মধ্যে মিশকা তবলার কবল থেকে পালিয়ে এসেছে। তাই এখন দেখার এবার সত্যিই  কি সূর্য-দীপার মিল হবে? নাকি প্রতিবারের মতো এবারও শেষ মুহূর্তে এসে তা ভেস্তে দেবে মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥