• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউ’র সাথে ধ্যাষ্টামো! ইশাকে ‘বেহায়া’ বানিয়ে উচিত শিক্ষা দিল পর্ণা, ফাঁস দমফাটা হাসির পর্ব

Published on:

Neem Phooler Madhu Parna gives Isha a lession

ইদানিং টিভি খুললেই শুরু হয়ে যায় বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। অতি আধা ঘন্টায় টিভির পর্দায়  চলে আসে বিভিন্ন ধরনের,বিভিন্ন স্বাদের সিরিয়াল। টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এমনই এক ঝাঁক বাংলা সিরিয়ালের ভিড়ে শুরু থেকেই দর্শকদের নজর কাটছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালটি।  এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটি ইতিমধ্যে সুপারহিট দর্শকমহলে।

এই মিষ্টি জুটির রসায়ন খুব অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। অসুস্থতা কাটিয়ে সদ্য ধারাবাহিকে ফিরে এসেছে নায়ক সৃজন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এতদিন তিনি বাড়ি বসেই শুটিং করলেও এখন তাকে সিরিয়ালের শুটিং ফ্লোরেই  দেখা যাচ্ছে। তবুও  যতটা সম্ভব রেস্টে থেকেই অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকের দত্ত বাড়িতে কিছু থাক না থাক খলনায়ক-নায়িকাদের অভাব নেই একেবারে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,ইশা,Isha,নতুন প্রোমো,New Promo,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই পর্ণার  চরম শত্রু তিন্নি বিদায় নিতে ধারাবাহিকে এসে হাজির হয়েছে আরো এক নতুন খলনায়িকা ইশা। সে পর্ণার  পুরনো শত্রু। তাই স্বাভাবিকভাবে তার সাথে দারুণ পটেছে বাবুর মা কৃষ্ণা আর মৌমিতার। এখন তারা সবাই মিলে কাঁটা বিছিয়ে চলেছে পর্ণার  প্রতি পদক্ষেপে। তবে এতদিন সমস্ত বিপদের মাঝে পর্ণার  পাশে ছিল সৃজন। কিন্তু এখন সৃজনও খুব খারাপ ব্যবহার করছে তার সাথে।

আরও পড়ুনঃ মা-বাবাকে বাঁচাতে সোনা-রুপাই যথেষ্ট! টিভির আগেই ফাঁস কিডনাপারদের পুলিশে দেওয়ার দুর্ধর্ষ পর্ব

তাই পর্ণা ঠিকই করে  নিয়েছিল মুখ বুজে আর অপমান সহ্য না করে সে দত্তবাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু পর্ণাকে ঠাম্মি  বুঝিয়েছে সে যেন এইভাবে হার মেনে বাড়ি থেকে যায়। এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকেরা ধুন্ধুমার পর্বের এক নতুন প্রোমো।  সেখানে দেখা যাচ্ছে বাড়ির সবাই যখন একসাথে কাজে ব্যস্ত তখন সেখানেই ছোট জামা পরে প্রায় সৃজনের ঘাড়ে চেপে বসেছে ইশা।

আরও পড়ুনঃ নায়ক মানেই হ্যান্ডসাম নয়! অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে সবার প্রিয় ‘রূপ’ অভিনেতা দেবায়ন

 

চোখের সামনে এই দৃশ্য দেখে পর্ণা প্রথমে ইশাকে  ভদ্রভাবেই বলেছিল ওই পোশাক বদলে আসতে। কিন্তু ইশা তার কথা না শুনে উল্টে বলে ‘কেন ভয় লাগছে? তোর বর কি আমার প্রেমে পড়ে যাবে?’ এই কথা শুনেই  মাথার তার কেটে যায় পর্ণার। তারপর দেখা যায় পর্ণা ছাপার কালি দিয়ে ইশার দুই গালে, কপালে আর হাতে ‘আমি বেহায়া’ ছাপিয়ে দেয়। এইভাবে পর্ণা  ইশাকে উচিত জবাব দেওয়ায় দারুন খুশি হয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥