• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হোম ব্রেকার’ তকমা থেকে মুক্তি! রাহুল-প্রিয়াঙ্কা এক হওয়ার পর প্রতিক্রিয়া দিলেন সন্দীপ্তা

Published on:

Sandipta Sen's reaction Rahul Priyanka's patch up

কথায় আছে ‘ভাঙতে তো সবাই পারে কিন্তু গড়তে কজন পারে।’ তবে সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar & Rahul Arunoday Banerjee)। জনপ্রিয় বাংলা সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর হাত ধরে শুরু হয়েছিল তাদের প্রেম। তারপর বিয়ে এবং  একমাত্র ছেলে সহজের আগমন।  সবকিছু ভালোই চলছিল।

মাঝে বেশ কিছুদিন ভুল বোঝাবুঝি আর মনোমালিন্যের জেরে একে অপরের থেকে আলাদা ছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। যদিও ছেলে সহজের সাথে তাঁদের সম্পর্ক ছিল বরাবরই সুন্দর। কিন্তু রাহুল প্রিয়াঙ্কার আলাদা হওয়ার জন্য একটা সময় বারবার অভিযোগের আঙুল উঠেছিল বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) দিকে। একসময় রাহুল সন্দীপ্তা জুটি বেঁধে  অভিনয় করেছিলেন  একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

শোনা যায় সেই সময় থেকেই নাকি ভাঙনের সূত্রপাত হয়েছিল রাহুল প্রিয়াঙ্কার সম্পর্কে। যদিও সম্প্রতি আবার জোড়া লেগেছে রাহুল প্রিয়াঙ্কার ভাঙা সম্পর্ক। আর তারপর সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানিয়ে  অভিনেত্রী বলেছেন ‘একটা সময় চারদিকে এ ধরনের চর্চা শুনে সত্যিই হাসি পেত। অনেকবার এ বিষয় নিয়ে সাফাই তো দিয়েছিলাম। তার পরও মানুষ এই নিয়ে চর্চা চালিয়েই গেছে।’

রাহুল-প্রিয়াঙ্কার এক হওয়া প্রসঙ্গে সন্দীপ্তা বলেছেন, ‘আমি তখনো দেখেছি প্রিয়াঙ্কা-সহজ আসত, আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করতাম। মনোমালিন্য হয়েছিল, সেটা ওদের ব্যাপার। সহজের জন্য ওরা যে সব ভুলে আবার এক হয়েছে সেটা কিন্তু খুব ভালো বিষয়। ওদের তিনজনের জন্য খুব ভালো ব্যাপার। এটা খুব অনুপ্রেরণা দেবে। আমি চাইব ওরা ভালো থাকুক। সহজ আমার খুব প্রিয়। ওর ভালো চাই সব সময়।’

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,Priyanka Sarkar,প্রিয়াঙ্কা সরকার,Rahul Arunoday Banerjee,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়,Patch Up,মিলন,Sandipta Sen,সন্দীপ্তা সেন,প্রতিক্রিয়া,Reaction

প্রসঙ্গত রাহুল যখন প্রিয়াঙ্কার সাথে নিজের পুরনো সংসারটাকে আবার একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন। অন্যদিকে তখন সন্দীপ্তাও তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সাথে দিব্যি সময় কাটাচ্ছেন। তবে এই মুহূর্তে তাঁদের বিয়ের কোন পরিকল্পনা নেই। সন্দীপ্তাকে শেষবার দেখা গিয়েছে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে সারদা মায়ের চরিত্রে। এছাড়া শেষবার হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। আগামীদিনে দ্য একেন : রুদ্ধশ্বাস রাজস্থান’-এর হাত ধরে ডেবিউ করতে চলেছেন বড় পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥