• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তবে জল্পনাই সত্যি? জন্মদিনেও পাশে নেই, স্পষ্ট দিব্যজ্যোতি-স্বস্তিকার মাঝের দূরত্ব!

Anurager Chhowa Dibyojyoti Dutta Birthday : এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকদের  কাছে অত্যন্ত পছন্দের জুটি হলেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সূর্য এবং দীপা (Surjo-Deepa) অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ (Dibyojyoti Dutta & Swastika Ghosh)। পর্দায় তাঁদের রসায়ন ইতিমধ্যেই সুপারহিট। তাই পর্দায় সূর্য দীপার রোম্যান্স দেখলেই আর চোখের পলক পড়ে না দর্শকদের।

তাই পর্দার এই মিষ্টি জুটিকে দেখে দর্শকরাও ভাবতে শুরু করেছিলেন তাঁদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। এমনকি মাঝে এও শোনা গিয়েছিল বাস্তব জীবনেও সম্পর্কে রয়েছেন স্বস্তিকা-দিব্যজ্যোতি। এরই মধ্যে দর্শকদের সমস্ত জল্পনায় জল ঢেলে বেশ কিছুদিন ধরে সামনে আসছে স্বস্তিকা-দিব্যজ্যোতির ঝগড়ার খবর। শোনা যাচ্ছে পর্দার সূর্য-দীপার প্রেম নয়, ঝগড়া গড়িয়েছে  বাস্তবে।

   

Anurager Chhowa serial audience praise Surjo-Deepa's daughter Sona's acting

এমনকি বর্তমানে কথা বলাও বন্ধ করে দিয়েছেন বাংলা সিরিয়ালের  অন্যতম সেরা জুটি। যদিও এই খবর বারবার উড়িয়ে দিয়েছিলেন পর্দার সূর্য-দীপা  দুজনেই। কথায় আছে যা রাতে তার কিছু তো বটে। এবার সেই ছবি ধরা পরল সোশ্যাল মিডিয়া ভাইরাল দিব্যজ্যোতির বার্থডে সেলিব্রেশনেরর একটি ভিডিওতে। পর্দার সূর্যের  জন্মদিনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তার অনস্ক্রিন মা অর্থাৎ লাবণ্য সেনগুপ্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

আরও পড়ুনঃ এক বছরেই গঙ্গারাম থেকে ড্যাশিং হিরো! ফুলকির বরের সিক্স প্যাক বডি দেখে ক্রাশ খাচ্ছে ভক্তরা

ভিডিওতে দেখা যাচ্ছে সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা তো বটেই পাশাপাশি যারা ক্যামেরার পেছনে থেকে যারা কাজ করেন তারা সকলেই অর্থাৎ সিরিয়ালের গোটা ইউনিট মিলে হৈ হল্লা করে বার্থডে সেলিব্রেট করছেন সূর্য। সেই সেলিব্রেশনে অংশ নিলেও দূরে এককোণায়  দাঁড়িয়ে ছিলেন স্বস্তিকা।

আরও পড়ুনঃ এক রাতের রেট কত স্বস্তিকার? নিজেই প্রশ্নের জবাব দিলেন টলি অভিনেত্রী

এরপর কেক কাটা হয়ে গেলে দিব্যজ্যোতি যখন সবাইকে কেক খাওয়াচ্ছিল ঠিক তার আগেই সেখান থেকে চলে যায় দীস্বস্তিকা। এই ভিডিও ভাইরাল হতেই কমেন্টে সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। সকলেরই প্রশ্ন ব্যাপারটা কি?দীপা কেন চলে গেল? আবার একজন দর্শক লিখেছেন ‘যে নদী গভীর হয়,ঢেউ তাতে নাহি রয়।’ তো কারও মন্তব্য ‘সিরিয়ালের মতো বাস্তবেও  আত্মসম্মান নিয়েই সরে দাঁড়িয়েছে দীপা’।