• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরি আসতেই TRP থাকা সত্ত্বেও বন্ধের মুখে ইচ্ছে পুতুল? দর্শকদের জন্য বড় আপডেট দিল জি বাংলা

Updated on:

Iccheputul serial is not going to end soon confirmed by Zee Bangla

টেলিভিশনের পর্দায় এখন একের পর এক নতুন সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতেই জায়গা নিচ্ছে আরো এক ঝাঁক নতুন সিরিয়াল। দিনের শেষে সব সিরিয়ালই কিন্তু ব্যবসা। আর একটি সিরিয়ালের ক্ষেত্রে এখন শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেই অসময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে যে কোন বাংলা সিরিয়াল। বিগত  কয়েক বছরে দর্শকমহলে লাগাতার বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা।

তাই দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই নিত্য নতুন চ্যানেলের পাশাপাশি আসছে এক ঝাঁক বাংলা সিরিয়াল। মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়াল। সুন্দর গল্প আর এক ঝাঁক জনপ্রিয় নায়ক নায়িকা থাকা সত্ত্বেও অল্পদিনেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্ত সিরিয়াল। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই একই ঘটনা ঘটতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ইচ্ছে পুতুলের (Icche Putul) সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,নীল,Neel,ময়ূরী,Mayuri,নতুন স্লট,New Slot

চলতি সপ্তাহেই শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় গেম শো দাদাগিরি। যার কোপ গিয়ে পড়েছে এই ইচ্ছে পুতুল সিরিয়ালের ওপর।  তাই এখন সপ্তাহে ৫ দিনের বদলে মাত্র চার দিন টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে মেঘ-নীল-ময়ূরীর ত্রিকোণ প্রেমের গল্প। সম্প্রচারের সময় একদিন কমিয়ে এখন সোম থেকে বৃহস্পতিবার সম্প্রচারিত হচ্ছে ইচ্ছে পুতুল।  প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়ায় বিপরীতে টিকে দাঁড়ানো ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে ইচ্ছে পুতুলের পক্ষে।

আরও পড়ুনঃ আর পালানোর পথ নেই, মিশকার বিরুদ্ধে প্রমাণ সহ থানায় দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

কিন্তু তারপরেও টিআরপি তালিকায় যথেষ্ট ভালো ফল করছে এই সিরিয়ালটি। দর্শকরাও এই সিরিয়ালটি দেখতে ভীষণ পছন্দ করেন। সেকথা বহুবার জানিয়েছেন অনুরাগীরাও। কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল টিআরপি তালিকায় ভালো স্কোর না করায় এই সিরিয়ালের প্রযোজনা সংস্থা চাইছে এই সিরিয়ালটিকে আর বেশি দিন টেনে না নিয়ে যেতে। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে ছিল এখনই তারা চান না ইচ্ছে পুতুল শেষ করতে।

আরও পড়ুনঃ দোলনের সাথে সুখী সংসারের মন্ত্র কি? হাসি মুখেই দাম্পত্যের সিক্রেট জানালেন দীপঙ্কর দে

তাই সম্প্রতি দুই পক্ষ আলোচনায় বসেছিল। তারপর তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনই শেষ হবে না ইচ্ছে পুতুল।  আসলে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে জি বাংলার ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। তাই পুজোর পরেই সেই জায়গা এই রিয়েলিটি শো এর জায়গা নিতে চলেছে দাদাগিরি। আর তখন ইচ্ছে পুতুল ফিরে আসবে আগের ছন্দে। তাই টেলিপাড়া  সূত্রে খবর এখনই বন্ধ হচ্ছে না ইচ্ছে পুতুল। অন্তত আগামী নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত সম্প্রচারিত হবে এই বাংলা সিরিয়ালটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥