Sumit Ganguly: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) বহু খলনায়ক এসেছেন-গিয়েছেন। তবে হাতেগোনা কয়েকজন ছাড়া দর্শকমনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন বাকি সকলে। নব্বইয়ের দশকে যেমন বিপ্লব চট্টোপাধ্যায়কে দেখে হাড় হিম হয়ে যেত শিশুদের। ঠিক এমনই একজন ভিলেন ছিলেন সুমিত গাঙ্গুলী (Sumit Ganguly)। খলনায়ক হিসেবেই একাধিক ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন তিনি।
শ্যামলা বর্ণ, কটা চোখ, একগাল দাঁড়ি, সুমিতকে পর্দায় এক ঝলক দেখলেই যেন বুকটা ধড়াস করে ওঠে! কুখ্যাত খলনায়কের (Villain) চরিত্রে দারুণ মানাতো তাঁকে। দর্শকদের মনে আলাদা করে ছাপ তৈরি করতে পেরেছিলেন বলেই একসময় পরপর ছবির অফার আসতে থাকে সুমিতের কাছে। টলিউডের এই ডাকসাইটে ভিলেন প্রায় ৩০০টি ছবিতে অভিনয় করেছেন। তবে এখন অবশ্য সেভাবে পর্দায় দেখা যায় না তাঁকে।
একসময় ভিলেন হিসেবে বড়পর্দা কাঁপানো সুমিত কোথায় হারিয়ে গেলেন? মাঝেমধ্যেই এই প্রশ্ন উঁকি দেয় দর্শকদের মনে। তবে অনেকেই হয়তো জানেন না, টলিপাড়ার এই ‘কুখ্যাত’ ভিলেন কিন্তু আজও কাজের অপেক্ষায় রয়েছেন। তবে সেই কাজ মনের মতো হওয়া চাই। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুমিত নিজে। পাশাপাশি বর্তমান টলিউড ইন্ডাস্ট্রি এবং অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি।
সুমিত স্পষ্ট বলেন, এখন যে ছেলেমেয়েরা এসেছে প্রত্যেকে ‘আঁতেল’। এরা সিনেমাই বোঝে না! অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে ছবি বানানো হচ্ছে। আর সেই জন্যই মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। অভিনেতার কথায়, ‘একটা হাত নেই, একটা পা নেই, সে নাকি হিরো! এমন আসছে হাঁটতে-চলতে পারে না, বাজারে গিয়ে টমেটো-পচা মাছ দর করছে, একটা ঘিনঘিনে বস্তিতে থাকে, সে হিরো। দর্শকদের এটা দেখতে ভালোলাগবে? আইনক্সের ঝকঝকে পর্দায় বসে দেখছে, অথচ সাবজেক্ট নোংরা বস্তি। সেই সিনেমা চলবে?’
খানিক অবাক সুরেই এরপর সুমিত প্রশ্ন করেন, ‘এসব হিরোদের কি মারবো!’ এই জন্যই এখন নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছেন সুমিত। শুধু তাই নয়, নিজের মেয়েকেও পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে দেননি অভিনেতা। সুমিতের মেয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত। পাশাপাশি তাঁর গানের গলাও দারুণ। অভিনেতা চান, তাঁর মেয়ে গান নিয়ে এগোক।
সাক্ষাৎকারে সুমিত বলেন, ‘আমি একটা ভালো চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। নিজের অভিনয় জীবনে আমি কয়েক হাজার স্টেজ শো করেছি। ৩০০-রও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছি। গোটা বাংলার মানুষ আমায় খলনায়ক হিসেবে চেনে। তবে সত্যি কথা বলতে ভালো চরিত্রে আমি কাজ করতে চাই, সেটা পাই না’। খানিক আক্ষেপের সুরেই অভিনেতা বলেন, তাঁকে কাজ দেওয়ার আশ্বাস সকলেই দেন। কিন্তু শেষ পর্যন্ত কাজের ডাক আর আসে না।