• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনেক কিছু দিয়ে গেল’, ‘ইচ্ছে পুতুল’ এর বিদায় লগ্নে আবেগঘন পর্দার ‘নীল’ মৈনাক

বাঙালির বিনোদনের জন্য তৈরী হলেও কিছু কাহিনী সকলের মনে গেঁথে রয়ে যায়। এমনই একটি মেগা সিরিয়াল জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। একবছরেরও বেশি চলতে থাকা এই ধারাবাহিক টিআরপির দিক থেকে খুব একটা নজর না কাড়লেও গল্পে দুই বোন মেঘ ও ময়ূরীর কাহিনী মিস করে রাজি নন দর্শকেরা। তবে এবার শেষের পথে গল্প, ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ শুটিং। আর বিদায় বেলায় আবেগঘন হয়ে সোশ্যাল মিডিয়াতে মনের কথা লিখলেন পর্দার ‘নীল’ মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee)

গল্পে মেঘ চরিত্রে অভিনয় করেছেন তিতিক্ষা দাস। ময়ূরীর চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা মিশ্র। আর নায়ক সৌরনীলের ভূমিকায় ছিলেন মৈনাক ব্যানার্জী। শুরু থেকেই মেঘের বর অর্থাৎ নীলের দিকে নজর ছিল ময়ূরীর। বিয়ের পরেও বোনের সংসার বিষিয়ে তোলে সে। নায়ক থেকে খলনায়কে পরিণত হয়ে নীল। দর্শকদের অনেকেই সেই সময় হাজারো কটূক্তি করেছিল তাকে নিয়ে। কিন্তু গল্পের সুন্দর বুননে দুই মনের দূরত্ব ঘুচেছে।

   

Zee Bangal Bengali serial Icche Putul Megh Neel is going to marry again

যত শেষের দিকে এগিয়েছে গল্প ততই সমস্ত ভুল বোঝাবুঝি কেটেছে। এমনকি দুই পরিবারের দৌলতে আবার বিয়ের পিঁড়িতে বসেছে মেঘ-নীল। এদিকে ষড়যন্ত্র থেকে মার্ডার অ্যাটেম্প্ট করে জেলে গিয়েও শান্তি হয়নি ময়ূরীর। তবে কথায় আছে সব ভালো যার শেষ ভালো। এই গল্পেও তেমনটাই হচ্ছে, মেঘ-নীলের মিলনেই শেষ হচ্ছে ধারাবাহিক। ইতিমধ্যেই অন্তিম পর্বের শুটিং হয়ে গিয়েছে। শেষ দিনে কেক কাটা হয়েছে সকলে মিলে। সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল।

আরও পড়ুনঃ নটে গাছটি মুড়োলো! শেষ হল ইচ্ছে পুতুল, অন্তিম দিনের শুটিং শেষে আবেগে ভাসল সব তারকারা

তবে এবার বিদায়লগ্নে আবেগঘন হলেন সৌরনীল অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, এক বছরের সফর শেষ হলো। ‘নীল’ আমাকে অনেক কিছুই দিয়ে গেল। অসংখ্য মানুষের ভালোবাসা পেলাম, অনেক নতুন মানুষের সাথে আলাপ হল। ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য’।

আরও পড়ুনঃ সত্যিই অনবদ্য! ‘পুতুল’ চরিত্রে অভিনয়ের জেরে শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

প্রসঙ্গত, ৩০ শে জানুয়ারি ২০২৩ এ শুরু হয়েছিল ‘ইচ্ছে পুতুল’ এর সম্প্রচার। আগামী ১০ই মার্চ হবে শেষ সম্প্রচার। মাঝে টিআরপি কম হওয়ায় স্লট বদল হয়েছে ঠিকই। তবে দর্শকদের মনে যে জায়গা মেঘ-নীল তৈরী করেছে সেটা থেকেই গিয়েছে। আর আগামী দিনেও থেকে যাবে এমনটাই আশা করা যায়।