• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল-মেঘের বিয়েতে হবে তুলকামাল কান্ড! ‘ইচ্ছে পুতুল’র অন্তিম পর্ব নিয়ে মুখ খুললেন মৈনাক

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবচাইতে জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ-নীলের কাহিনী দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন দর্শকেরা। যদিও টিআরপি তালিকায় ফলাফল সেরা দশের মধ্যে ওঠার মত হয়নি, তবে চর্চার দিক থেকে কিন্তু পিছিয়ে নেই ধারাবাহিকটি। তাছাড়া গত ৩০শে জানুয়ারিই একবছর পেরিয়েছে ‘ইচ্ছে পুতুল’। তবে মন খারাপের খবর হল এমাসেই শেষ হবে ধারাবাহিকটি!

টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাবে ইসিমধ্যেই নাকি শেষ শুটিং পর্ব হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসেই হবে অন্তিম সম্প্রচার। যদিও এর কোনো অফিসিয়াল ঘোষণা মেলেনি চ্যানেলের পক্ষ থেকে। নেটিজেনদের ধারণা মেঘ-নীলের বিয়ে দিয়েই শেষ হবে ইচ্ছে পুতুলের কাহিনী। তবে আদৌ সেটা হবে কি না সন্দেহ তৈরী হচ্ছে ময়ূরীর হাবভাব দেখে!

   

Zee Bangla Bengali serial Icche Putul Neel will trust Megh this time not Mayuri

যারা নিয়মিত দর্শক তারা জানেন, ময়ূরীকে বাড়ি থেকে দূরে পাঠিয়েই মেঘের বিয়ের ব্যবস্থা করেছে মা-বাবা। যদিও মেঘ বা নীল কেউই জানে না কার সাথে বিয়ে হতে চলেছে তাদের! তবে ঠাম্মির আইডিয়াতেই দুই বাড়ি মিলে কাউকে না জানিয়ে দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সবার মাথাতেই চিন্তা রয়েছে ময়ূরী কোনোভাবে জানতে পেরে গেলেই বাঁধা দিতে চলে আসবে। সবটা জানতে না পড়লেও ব্যাপারটা আঁচ করে ফেলেছে সে।

আরও পড়ুনঃ টেলিপাড়ায় বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধছেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতা! রইল পাত্রীর নাম-পরিচয়

তাহলে কি সত্যিই মেঘ-নীলের বিয়ে হবে? নাকি আবারও রূপের সাথে হাত মিলিয়ে সব ভেস্তে দেবে ময়ূরী? এমনই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন পর্দার নীল অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। এদিন হিন্দুস্থান টাইমসের সাক্ষাৎকারে সিরিয়াল শেষ হওয়ার প্রসঙ্গে অভিনেতা জানান, ‘এই নিয়ে আমি কিছুই জানি না। আমাদের কেউই এই নিয়ে কিছু বলতে পারবে না। প্রযোজনা বা চ্যানেলের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি’।

Zee Bangal Bengali serial Icche Putul Megh Neel is going to marry again

আরও পড়ুনঃ প্রেমদিবসে তার কাটল পর্ণার, ঈশার গলায় ‘কালিপটকা নেকলেস’ দিল ‘বাবুউউ’! ফাঁস দমফাটা হাসির পর্ব

এরপর বিয়ের প্রসঙ্গে মৈনাক বলেন, ‘বিয়ের ট্রাকটা খুবই ইন্টারেস্টিং। আমরা দুজনেই জানি না যে কার সাথে বিয়ে হচ্ছে। পুরো ব্যাপারটাই অন্ধকার। এবার দেখায় যাক বিয়েটা শেষমেশ হয় কি না’। অর্থাৎ সাসপেন্স ঠিকই বজায় রাখলেন অভিনেতা। এখন অপেক্ষা বিয়ের দিনের পর্ব সম্প্রচারের।