• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিপাড়ায় বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধছেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতা! রইল পাত্রীর নাম-পরিচয়

Published on:

Prarabdhi Singha,Ashmita Chakraborty,Anurager Chhowa,Joy,Actor,Bengali serial,Bengali serial actor,প্রারব্ধী সিংহ,অস্মিতা চক্রবর্তী,অনুরাগের ছোঁয়া,জয়,অভিনেতা,বাংলা সিরিয়াল,বাংলা সিরিয়ালের অভিনেতা,Prarabdhi Singh Ashmita Chakraborty,প্রারব্ধী সিংহ অস্মিতা চক্রবর্তী,Anurager Chhowa Joy,অনুরাগের ছোঁয়া জয়

গত বছর টলিপাড়ার একাধিক তারকা সাত পাকে বাঁধা পড়েছেন। জীবনের নতুন ইনিংস শুরু করেছেন শ্রীপর্ণা রায়, সন্দীপ্তা সেন সহ একাধিক জনপ্রিয় সেলেব। নতুন বছরের শুরতেই বিয়ে করেছেন ‘উড়ন তুবড়ি’ অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) অভিনেতা।

স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় টেলি দুনিয়ার একাধিক জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন। নাম ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে। এই ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল জয়। নায়কের ভাই হলেও নিজ গুণে দর্শকদের নজর কেড়ে নিয়েছে সে। জয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা প্রারব্ধী সিংহকে (Prarabdhi Singha)

Prarabdhi Singha and Ashmita Chakraborty might get married this year

শোনা যাচ্ছে, পর্দার জয় (Joy) তথা প্রারব্ধী এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পাত্রীও টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। স্টার জলসা, জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। এখন নিশ্চয়ই নাম জানতে ইচ্ছা করছে? তাহলে বলে রাখি, প্রারব্ধীর মনের মানুষের নাম হল অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)

আরও পড়ুনঃ প্রেমদিবসে তার কাটল পর্ণার, ঈশার গলায় ‘কালিপটকা নেকলেস’ দিল ‘বাবুউউ’! ফাঁস দমফাটা হাসির পর্ব

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অস্মিতার পরিচিতি অবশ্য ‘কলি’ নামেই বেশি। জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে কথাকলি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন প্রারব্ধী-অস্মিতা (Prarabdhi Ashmita)। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হতে চলেছেন দু’জনে।

Prarabdhi Singha and Ashmita Chakraborty might get married this year

২০১৯ সালে ‘আশালতা’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন প্রারব্ধী। এরপর তাঁকে দেখা যায় ‘ইরাবতীর চুপকথা’ সিরিয়ালে। তারপর ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’, ‘ভাগ্যলক্ষ্মী’র মতো মেগায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’য় জয়ের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে।

আরও পড়ুনঃ আবার ছিটকে গেল দীপা! জগদ্ধাত্রী না গীতা কে হল বাংলার সেরা? দেখুন চোখ ধাঁধানো TRP তালিকা

অপরদিকে অস্মিতার ছোটপর্দার কেরিয়ার শুরু হয় ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের হাত ধরে। প্রথম সিরিয়ালেই প্রারব্ধীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পর্দার প্রেম বাস্তবে গড়াতে বেশি সময় নেয়নি। এরপর ‘ফেলনা’, ‘খেলনা বাড়ি’র মতো ধারাবাহিকে অভিনয় করেন অস্মিতা। এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি অস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন প্রারব্ধী। অভিনেত্রীও হ্যাঁ বলে দিয়েছেন। তাহলে কি এই বছরই শুভ কাজ সেরে ফেলবেন দু’জনে? আপাতত সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥