• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমদিবসে তার কাটল পর্ণার, ঈশার গলায় ‘কালিপটকা নেকলেস’ দিল ‘বাবুউউ’! ফাঁস দমফাটা হাসির পর্ব

Published on:

Srijan Parna punishes Isha Neem Phooler Madhu Valentine’s Day special promo out now

ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে অল্প সময়েই দর্শকমনে স্থান করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। তারকাটা পর্ণার কাণ্ডকারখানা দেখতে ভীষণ পছন্দ করে সকলে। কখনও সে ভূত সেজে দোষীদের শায়েস্তা করে, কখনও আবার ধারণ করে তান্ত্রিকের রূপ। এবার যেমন ঈশাকে শায়েস্তা করতে তার গলায় কালিপটকা বেঁধে দিল বাবুউউর বউ।

জি বাংলার এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, সৃজন-পর্ণার সংসার ভাঙতে কম ষড়যন্ত্র করেনি ঈশা। পর্ণাকে (Parna) জলে ফেলে দেওয়া থেকে সৃজনের (Srijan) চরিত্রে দাগ লাগানো, কোনও কিছুই বাদ দেয়নি সে। কয়েকদিন আগে আবার শাড়ির কথা আগুন লাগিয়ে দেয়। এরপর ভেজাল মশলা বিক্রির অপরাধে সৃজনকে গ্রেফতার অবধি করায়!

Neem Phooler Madhu Valentine's Day special promo

এতকিছুর পরেও অবশ্য সফল হতে পারেনি ঈশা (Isha)। শেষমেষ মৌমিতা-অয়নের সঙ্গে হাত মিলিয়ে দত্ত বাড়ির হোটেলের ব্যবসা পন্ড করে দেওয়ার প্ল্যান করে। তবে শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা বানচাল করে দেয় পর্ণা। সেই সঙ্গে এও বলে, ঈশাকে নিজের কৃতকর্মের সাজা পেতেই হবে। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ‘নিম ফুলের মধু’র ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল প্রোমো (Promo)।

আরও পড়ুনঃ ‘দাদাগিরি এখন তেল মারা গিরি’! সৌরভের শো-তে তারকাদের আনাগোনা দেখে ট্রোলিং শুরু নেটপাড়ায়

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের আসন্ন পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সুন্দর করে সাজানো একটা ঘরে ঈশাকে নিয়ে এসেছে সৃজন। এরপর তাকে একটা চেয়ারে বসিয়ে হাত, পা, চোখ বেঁধে দেয় সে। এসব দেখে ঈশা লজ্জা পেয়ে বলে, ‘দুষ্টুমি কোরো না সৃজন’।

Neem Phooler Madhu Valentine's Day special promo

জবাবে সৃজন বলে, ‘তোমার ভ্যালেন্টাইনস গিফট ঈশা’। উপহারের কথা শুনে ঈশা পাল্টা জিজ্ঞেস করে, ‘কী গো? হিরের নেকলেস?’ তখনই এন্ট্রি হয় পর্ণার। সে বলে, ‘এবার ওর চোখটা খুলে দাও সৃজন’। বউয়ের কথা মতো ঈশার চোখ থেকে পট্টি সরিয়ে দেয় বাবুউউ। চোখের সামানে পর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে ঈশা। গলায় কালিপটকার মালা দেখে জিজ্ঞেস করে, ‘এটা কী’?

আরও পড়ুনঃ আবার ছিটকে গেল দীপা! জগদ্ধাত্রী না গীতা কে হল বাংলার সেরা? দেখুন চোখ ধাঁধানো TRP তালিকা

তখন পর্ণা বলে, ‘নিজের মুখে আজ সব পাপ স্বীকার করবি। তোর হাতে আর এক মিনিট সময় আছে’। কথা সম্পূর্ণ হতেই হাতে থাকা দড়িতে আগুন ধরিয়ে দেয় পর্ণা। এদিকে গলায় কালিপটকার মালা থাকায় ভয়ে চিৎকার করে ওঠে ঈশা। ‘নিম ফুলের মধু’র ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল প্রোমো বেশ মনে ধরেছে দর্শকদের। প্রেমের সপ্তাহে টেলিভিশনের পর্দায় এই ট্র্যাক দেখতে পাবেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥