উপকরন
২ আউন্স বারবান হুইস্কি
৩/৪ আউন্স ফ্রেশ লেমন জুস
৩/৪ আউন্স হানি সিরাপ
প্রস্তুত প্রনালী
একটি বরফ ভর্তি ককটেল শেকারে ঢেলে প্রায় ১০ সেকেন্ড শেক করুন। তার পর ঢেলে দিন বরফ দেওয়া হুইস্কি গ্লাসে।
এক কাপ মধু আর এক কাপ জল একটি সসপ্যানে মাঝারি আঁচে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হানি সিরাপ।
এর পর এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই ককটেলে ব্যবহার করুন।