• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ড্ৰাই ক্লিনিং ছাড়াই নতুনের মত থাকবে রং, এভাবে কাচলে তুলোর মত নরম থাকবে লেপ-কম্বল!

Published on:

How to Clean Winter Sweter and Blankets properly to make it last longer

শীতের বিদায় ঘন্টা বেশি গিয়েছে, বাংলায় দিন দিন বাড়ছে তাপমাত্রা। তাই ঘরে ঘরে এবার লেপ কম্বল গুটিয়ে রাখার পালা। তবে তুলে রাখার আগে অনেকেই লেপ কম্বল পরিষ্কার করার জন্য ড্রাই ক্লিনিং (Dry Cleaning) করান। এতে কম করে হলেও ৫০০-৮০০ টাকা লাগেই। তবে আর চিন্তা নেই, এবার বাড়িতেই লেপ কম্বল ঝকঝকে পরিষ্কার করার উপায় (How to Clean Blankets at Home) নিজে হাজির বংট্রেন্ড।

বাজারে ড্রাই ক্লিনিং ৫০০ টাকা থেকে শুরু হয় ঠিকই, তবে ভালো দোকান থেকে লেপ/ কম্বল ড্রাই ক্লিনিং করতে ১০০০ টাকাও লেগে যেতে পারে । এতে ২-৩ বছর পর নতুন কমবল কেনার সম পরিমাণ টাকা খসে যায়। কিন্তু এবার আর সেটা হবে না, কারণ আজ আপনাদের ওয়াশিং মেশিনের দ্বারাই কম্বল নতুনের মত পরিষ্কার করার উপায় জানাবো আপনাদের।

How to Clean Quilt or Blanket Before using in Winter

হ্যাঁ ঠিকই দেখছেন, চাইলে ওয়াশিং মেশিন ব্যবহার করেই কম্বল খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। তবে সেটার কিছু নিয়ম আছে, সঠিক ভাবে করলে তবেই সুফল মিলবে। তাছাড়া সব কম্বল এক হয় না, কম্বলের গায়েই পরিষ্কার করার নিয়ম দেওয়া থাকে।

আরও পড়ুনঃ ৬ মাস টাটকা থাকবে মটরশুটি! ফ্রেশ মটরশুঁটি খেতে চাইলে এভাবে করুন সংরক্ষণ

আপনি যদি ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করতে চান তাহলে ওয়াশিং মেশিনটি অন্তত ৭ কেজি লোডের হতেই হবে। কম্বল মেশিনে দেওয়ার পর জেন্টল/ ডেলিকেট মোডে সেটাকে কাচতে হবে। এক্ষেত্রে কম্বলের গায়ে লাগানো স্টিকারে নিয়মাবলী দেখে নিল অনেকটাই সুবিধা হবে।

আরও পড়ুনঃ বেখেয়ালে ভাত পুড়ে গেছে? এই ছোট্ট উপায়েই কেটে যাবে পোড়া গন্ধ, জেনে নিন দারুণ কাজের জিনিস

How to Clean Blankets at Home the right way

লেপ কম্বল কাচা হয় গেলে শুকনো করার সময়েও সতর্ক থাকতে হবে। যদি একদিকেই বেশিক্ষণ রোদ খাওয়ান তাহলে ভালো করে শুকনো হয় না। তাই শুকনো করার সময় অন্তত ২-৩ বার উল্টে পাল্টে নিতে হবে। এভাবে বাড়িতেই কেচে শুকনো করে লেপ কম্বল আগামী বছর ব্যবহারের জন্য তুলে রাখতে পারবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥