• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগে চুলের হাল বেহাল? পার্লারে না গিয়ে বাড়িতেই করুন এই কাজ, কাজ হবে গ্যারেন্টি!

Hair Care Tips: দুর্গা পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে সবাই ‘লাস্ট মিনিট শপিংয়ে’ ব্যস্ত । সেই সঙ্গেই ঘরোয়া রূপচর্চাও শুরু করে দিয়েছেন অনেকে। তবে পুজোর আগে কিন্তু শুধু ত্বক নয়, চুলের যত্ন (Hair Care) নেওয়াটাও ভীষণ জরুরি। কারণ চুল যদি সুন্দর না লাগে, তাহলে কিন্তু পুজোর সাজেও তার অনেকটা প্রভাব পড়ে। আজকের প্রতিবেদনে তাই এমন একটি ঘরোয়া হেয়ার প্যাক (Hair Pack) বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা ব্যবহার করলে রাতারাতি চুলের যাবতীয় সমস্যা কবে যাবে।

বর্তমান সময়ে কমবেশি আমরা প্রত্যেকেই চুলের নানান সমস্যায় ভুগি। চুল ওঠা থেকে শুরু করে টাক পড়ে যাওয়া হয়ে খুসকি, চুলের অকালপক্কতা- সেই তালিকায় নাম রয়েছে একাধিক সমস্যার। তবে আজকের প্রতিবেদনে যে হেয়ার প্যাকের হদিশ দেওয়া হয়েছে সেটি ব্যবহার করলে চুলের একাধিক সমস্যা দূর হবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক সেটি বানিয়ে নেওয়ার পদ্ধতি।

   

Curd and Triphala, Homemade hair pack

ঘরোয়া এই হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমে আপনাকে দইয়ের সঙ্গে ত্রিফলা চূর্ণ মেশাতে হবে। এরপর এর সঙ্গে মুলতানি মাটি মেশান। এরপর এই উপকরণগুলির সঙ্গে পেঁয়াজের খোসা ধোওয়া জল মেশান। এরপর প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন।

আরও পড়ুনঃ শাড়িতেই অপরূপা নারী, কাতান থেকে চিকনকারি রইল এবার পুজোয় বাজার কাঁপানো ১০টি শাড়ির হদিশ

রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ নিজের চুলে লাগিয়ে নিন। এরপর সকালে উঠে আদার জল দিয়ে নিজের চুল ধুয়ে নিন। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে চুল ওঠার সমস্যা দূর হবে। শুধু তাই নয়, এই প্যাক লাগাগে চুলে জট পড়ার সমস্যা থেকে শুরু করে অকালপক্কতা একাধিক প্রবলেম দূর হবে।

আরও পড়ুনঃ ম্যানিকিওর লাগবে না! মজবুত-বড় নখ পেতে ম্যাজিকের মতো কাজ করে এই ৬ ঘরোয়া টোটকা

Long hair, Homemade hair pack

এছাড়াও আপনি যদি টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলেও এই মিশ্রণ ম্যাজিকের মতো কাজ করে। তাহলে আর দেরি কীসের! পুজোর আগে চুলের সমস্যা দূর করতে বানিয়ে নিন এই ‘ম্যাজিক হেয়ার প্যাক’। দেখবেন দূর হয়ে গিয়েছে যাবতীয় প্রবলেম।